4 Upcoming Cars: পুজোর আগেই বাজারে ঝড় তুলতে আসছে এই ৪টি ৭ সিটারের গাড়ি, হাইটেক ফিচারসের সঙ্গে দেবে জম্পেশ মাইলেজ

Spread the love

ভারতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের পরিবার অনেক বড় সেক্ষেত্রে অনেকেই তাই সাত সিটের গাড়ির পছন্দ করেন। এবার তাদের জন্য দারুন খবর। শীঘ্রই ভারতের লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি সাত সিটের গাড়ি। যাদের নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে তারা এই প্রতিবেদন মিস করবেন না-

এই তালিকার প্রথমেই রয়েছে

১)7 seater Citroen C3 Aircross- আগামী মাসে ভারতে চালু হতে চলেছে এটি। জানা যাচ্ছে এতে ৫ এবং ৭ সিটার কনফিগারেশন দেওয়া হবে। এতে একটি ১.২ লিটার থ্রি সিলিন্ডার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন অফার করা হচ্ছে যা থেকে আউটপুটের পরিমাণ ১১০ps ও ১৯০ টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন।

২)Mahindra Bolero Neo plus- মূলত TUV300 PLUS এর ফেসিলিফটেড সংস্করণ হবে এটি যাতে একটি ডিজেল ইঞ্জিন থাকবে। জানা গেছে এর দাম আগামী মাসে ঘোষণা করা হবে। ৭ এবং ৯ সিটার কনফিগারেশন দেওয়া হবে এতে।

৩)Tata safari Facelift- টাটা মোটরস আগামী মাসের মাঝামাঝিতে নেক্সন এর ফেসিলিফ্টেড সংস্করণ চালু করবে। আর এরই পাশাপাশি Harrier ও Safari এই বছরের শেষে আসবে বলে খবর মিলেছে। আপডেটেড Safari এই বছরের শুরুর দিকে ২০২৩ এর অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এতে ২.০ লিটার ইঞ্জিন অফার করা হয়েছে।

৪)Toyota Rumion- Ertiga এর রিব্যাজ সংস্করণ হিসেবে আসতে চলেছে Toyota Rumion. ১.৫ লিটার ৪ সিলিন্ডার যুক্ত হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের সাথে সজ্জিত করা হবে একে যা থেকে আউটপুটের পরিমাণ ১০৫ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক। এটি সিএনজি ভেরিয়েন্টেও পাওয়া যাবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *