Tata Motors: সর্বপ্রথম ভারতের বাজারে CNG ট্রাক নিয়ে আসলো TATA, দেখে নিন কি কি মডেল লঞ্চ হয়েছে

Spread the love

আত্মনির্ভর ভারতের ভগীরথ হতে পারে টাটা গ্রুপ। আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সাফল্য সিংহভাগই এসেছে টাটা গোষ্ঠীর হাত ধরেই। এবার টাটা গোষ্ঠী ট্রাকের জগতে বিপ্লবের সূচনা করলো। এই সর্বপ্রথম ভারতের বাজারে সিএনজি চালিত ট্রাক নিয়ে আসলো টাটা গ্রুপ। ট্রাকের জগতে তারা মোট ৭টি মডেল লঞ্চ করেছে।

এই ট্রাকগুলিতে চালকদের আকৃষ্ট করার মতো বহু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কি কি মডেল লঞ্চ হয়েছে….

এসকে ৭১০ টিপার: ট্রাকটির বডি ৪ এম কিউব এসএফসি প্লাটফর্ম দ্বারা তৈরি।

আলট্রা কে.১৪: ট্রাকটিতে বাতানুকূল কেবিন, সঙ্গে ৩৭ শতাংশ অধিক স্থায়িত্ব আর রয়েছে বিশ্বমানের স্বাচ্ছন্দ্য।

এলপিটি ৭০৯ এক্সডি: ট্রাকটি অন্য ট্রাকের তুলনায় ১০শতাংশ পর্যন্ত অধিক জ্বালানি সাশ্রয় করবে। এছাড়াও ট্রাকটির মধ্যে রয়েছে ৫ স্কোয়ার ফুট ডেকের জায়গা।

আলট্রা টি. ১২ জি: এরমধ্যে আছে ৩.৮ লিটারের এসজিআই টার্বোচার্জড ইঞ্জিন।

এলপিটি ১৫১২ জি: ট্রাকটিতে সর্বোচ্চ সিএনজি ধারণ করার ক্ষমতা সহ ১০শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ের সুবিধা রয়েছে।

এলপিকে ৬১০: গাড়িটিতে অনেক উচ্চমানের ব্রেকিং সিস্টেম রয়েছে। উচ্চতাও অনেক বেশি গাড়িটির।

আল্ট্রাটি টি.১৬ সিএক্স: গাড়িটিতে ৩.৩ লিটারের ইঞ্জিন রয়েছে এবং এটির কেবিন আয়তনে তুলনামূলক অনেক বড়।

টাটা গ্রুপের সিএনজি চালিত ট্রাকগুলি কেনবার কারণগুলি হল:

বিশ্বমানের ফিচার রয়েছে প্রতিটি গাড়িতে।

একনাগাড়ে গাড়িটি প্রায় ১০০০কিলোমিটার পথ দৌড়াতে পারে।

ডুয়াল নজল রয়েছে দ্রুত তেল ভরার জন্য।

সবথেকে বেশি জ্বালানি সাশ্রয় হওয়ার জন্য এর খরচও অনেক কম।

গাড়িটির ডেকের দৈর্ঘ্য বিভিন্ন ,যথা ২৮ টনের ট্রাকে রয়েছে ২৪ ফুট এবং ৩২ ফুট ও ১৯ টনের ট্রাকে ডেক রয়েছে ২০ ফুট এবং ৩২ ফুট।
তাই এবার আর দেরি না করে ব্যবসার প্রয়োজনে পুজোর আগেই কিনে ফেলুন টাটা গ্রুপের এই নতুন সিএনজি চালিত ট্রাকটি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *