New electric Scooty in India: বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটি মাইলেজ শুনলে চমকে যাবেন

Spread the love

দেশে এখনো চোখরাঙ্গানি থামেনি কোভিড অতিমারির। পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনো মানুষ যাতায়াতের জন্য নির্ভর করছেন নিজেদের দ্বিচক্র অথবা চারচক্র যানের ওপরেই। স্টাইলিশ ,ভালো মাইলেজের স্কুটারের দর ক্রমশ বাড়ছে ভারতীয় বাজারে। ভারতের বাজারে ইদানিং electric Scootyর জনপ্রিয়তা খুব বেড়েছে। বর্তমানে ইলেকট্রিক স্কুটির বাজারমূল্য বেশ কমেছে তাই অনেকে সেদিকেই ঝুঁকেছেন।

গোটা দেশ জুড়ে, স্কুটারের বিক্রি যে হারে বাড়ছে, তাতে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন মডেল নিয়ে বাজারে উপস্থিত হচ্ছে দেশ-বিদেশের নামি দামি স্কুটার প্রস্তুতকারী সংস্থা। সম্প্রতি ভারতে অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার Kinetic Green Zing HSS লঞ্চ করেছে। এই ইলেকট্রিক স্কুটারটি ১২০ কিলোমিটার দৌড়াতে পারবে এক চার্জেই। এই ইলেকট্রিক স্কুটারটি Pure EV, TVS, Ola Electric সহ নামিদামি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়িগুলির সাথে পাল্লা দিতে সক্ষম।

কাইনেটিক গ্রীন স্কুটারের বৈশিষ্ট্য গুলিহল:

স্কুটারটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, স্কুটারটির একটি ৩.৪ kWh ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আছে।
স্কুটারটি একবারের চার্জেই ১২০ কিলোমিটার চলতে পারে।
এই ব্যাটারিটি মাত্র ৩ ঘন্টাতেই সম্পূর্ণ চার্জ করা যাবে।
স্কুটারটিতে এমন একটি ব্যাটারি প্যাক আছে যেটা স্কুটার থেকে বের করে আলাদাভাবে চার্জ করা যেতে পারে বাড়িতেই।
স্কুটারটিতে ১.২ KW ক্ষমতার একটি ইলেকট্রিক মোটর আছে যার জন্য এই স্কুটারটি 49 kmph সর্বোচ্চ গতি দিতে পারে।

ভারতে একচেটিয়া ডিলারশিপের জন্য Kinetic Zing HSS E- scooter উপলব্ধ হবে বলে জানা গেছে। Kinetic Zing HSS এর মূল্য ভারতীয় বাজারে 85,000 টাকা হতে পারে বলে জানা গেছে। এটি যদিও স্কুটারটির এক্স শোরুম মূল্য।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *