আমির খানের বাড়িতে তল্লাশি ইডির, উদ্ধার প্রায় ২০ কোটি টাকা!

Spread the love

শনিবার সকাল সকাল গার্ডেনরিচের শাহী আস্তাবল এলাকায় এক পরিবহন ব্যবসায়ী নাসির খানের ছেলে আমিরের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে জানা যায় সেখানে রয়েছে কোটি কোটি টাকা।প্রায় ১২ ঘন্টা ধরে ব্যাংকের আটটি যন্ত্রের সাহায্যে গণনা শুরু করা হয়।

 

গণনা শুরু হওয়ার মাত্রই প্রতি মিনিটে মিনিটে বাড়তে থাকে টাকার অংক। অবশেষে রাত ৮ টায় শেষ হয় তদন্তকারীদের গণনা। উদ্ধার হয় প্রায় ১৮ কোটি টাকা। রাত ৮:৩০টা মিনিটে সেই উদ্ধার হওয়া ১৮ কোটি টাকা ট্রাঙ্ক এ ভরে নিয়ে যান ইডির আধিকারিকরা।

 

 

ইডির সূত্র মারফত জানা যায় সেই ১৮ কোটি টাকা পাওয়া যায় দোতলার এক ঘরের বক্স খাটের ভিতর থেকে। আরো জানা যায় নাসির খানের ছেলে আমির খান এক অনলাইন প্রতারণায় যুক্ত ছিলেন। সেই অনলাইন অ্যাপটির নাম ছিল নাগেটস। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই প্রতারণা অ্যাপের কবলে পড়েছিলেন। গোয়েন্দারা জানিয়েছিলেন প্রায় ৭৫ কোটি টাকা সরানো হয়েছিল এই ই-নাগেটস নামের এই অ্যাপের মাধ্যমে।

 

 

তবে এই টাকা কোথা থেকে এসেছিল তার সঠিক উত্তর এখন অব্দি দিতে পারেননি নাসির খানের পরিবারের সদস্যরা। এটাও জানা যায়নি নাসির খানের কোন সদস্যকে গ্রেফতার করা হয়েছে কিনা। এবং যে মূল অভিযুক্ত আমির খান তিনি বর্তমানে পলাতক। এবং তার তিনটি ফোনও বন্ধ।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *