Farming Tips: টিস্যু পেপার দিয়েই তৈরি করুন পেয়ারা গাছ, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন সহজ পদ্ধতি

Spread the love

অনেকেই গাছ লাগাতে পছন্দ করেন। কিন্তু শুধু তো গাছ লাগালেই হবে না সেই গাছের যত্নও করতে হবে সঠিক পদ্ধতিতে। সঠিক পদ্ধতিতে গাছের দেখাশোনা না করলে গাছ বেড়ে উঠতে পারেনা। এক একটি গাছের ক্ষেত্রে চারা তৈরি করার পদ্ধতি একেক রকমের হয়ে থাকে। তবে আজ আপনাদের এই আর্টিকেলে জানাবো পেয়ারা গাছের ডাল থেকে গাছের চারা তৈরি করার সহজ পদ্ধতি।

পেয়ারা অত্যন্ত জনপ্রিয় একটি ফল। প্রায় কম বেশি সকলেই পেয়ারা খেতে ভালোবাসে। গোটা পৃথিবী জুড়ে প্রায় ১০০ প্রজাতির পেয়ারা রয়েছে। একটি পেয়ারাতে কমলালেবুর তুলনায় চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। চলুন এবার জেনে নেওয়া যাক, পেয়ারা গাছের ডাল থেক পেয়ারা গাছের চারা তৈরি করার প্রক্রিয়াটি।

সর্বপ্রথম আপনি কটা গাছের চারা বানাতে চান সেই অনুযায়ী পেয়ারা গাছের কচি ডাল ৮ থেকে ১০ ইঞ্চি মাপের টুকরো করে কেটে নিন।

এরপর সেই ডালের টুকরোগুলোর এক প্রান্ত টিস্যু পেপার দিয়ে মুড়ে দিন।

এবার ওই টিস্যু পেপার মোড়ানো অংশে জল স্প্রে করে হাত দিয়ে চেপে চেপে টিস্যু পেপারগুলোকে ভালো করে আটকে দিন গাছের সাথে।

এবার একটি মাঝারি সাইজের টব নিয়ে তার তলায় দুটো ছিদ্র করে নিন। যাতে অতিরিক্ত জল ওই ছিদ্রগুলির মাধ্যমে বাইরে বেরিয়ে যেতে পারে। তারপর টবটিকে বালি দিয়ে পরিপূর্ণ করে দিন।

Beauti Tips: মাত্র একবার চুমু খেলেই বাড়বে ত্বকের দারুণ জেল্লা! কিভাবে দেখুন

EGG: মদের চেয়েও বেশি ক্ষতিকর ডিম! সপ্তাহে ৪ টের বেশি ডিম খেলে কি হয় শুনলে অবাক হবেন

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Gastric Problem: লুচি খেলেই কি বুক জ্বালা করে? গ্যাস-অম্বলের সমস্যা দূর করুন এই ঘরোয়া উপায়ে

এবার আপনি যে কটা ডাল কেটে রেখেছেন সেই অনুযায়ী একটি ছোট ডালের মাধ্যমে বালির মধ্যে গর্ত করে নিন।

এবার ওই গর্তের মধ্যে কেটে রাখা ডালের টুকরোগুলোর যে প্রান্তে টিস্যু পেপার মোড়ানো রয়েছে সেই অংশগুলো গর্ত গুলোর মধ্যে গেঁথে দিন ও টবের মধ্যে বেশি করে জল দিয়ে দিন।

এবার গাছের ডালগুলো বড় পর দেখবেন ডালগুলোতে বড় বড় পাতা গজিয়ে পেয়ারার অঙ্কুর আসতে শুরু করেছে। এ অবস্থায় টব থেকে ডালগুলোকে তুলে দেখবেন ডালের নিচে শিকড় গজিয়ে গিয়েছে। এবার আপনি নিজের ইচ্ছামত বাড়ির বাগানে ডালগুলোকে পুঁতে দিতে পারেন। সঠিক যত্ন পেলে এই চারা গাছগুলো একদিন একটি বড় পেয়ারা গেছে পরিণত হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *