Unknown Fact: দিনে তো অনেকবার ফোঁকেন, কিন্তু জানেন কি সিগারেটকে বাংলায় কি বলে?

Spread the love

আমরা প্রায় সকলেই কথা বলার সময় মাঝেসাঝে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। প্রায় বেশিরভাগ মানুষেরই অজানা সেসব ইংরেজি শব্দের আক্ষরিক বাংলা প্রতিশব্দ। কিন্তু কিছু কিছু সরকারি চাকরির ইন্টারভিউতে এই সমস্ত ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ জিজ্ঞাসা করা হয়। তখন এই সমস্ত ইংরেজি শব্দগুলির সঠিক বাংলা অর্থ না জানার কারণে সবাইকে অনেক অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। এছাড়াও সরকারি চাকরির ইন্টারভিউয়ের সময় সাধারণ জ্ঞানের উপরেও অনেক সময় প্রশ্ন করা হয়।

চলুন দেখে নেওয়া যাক সরকারি চাকরির ইন্টারভিউতে আসতে পারে এমন কিছু প্রশ্ন:

প্রশ্ন: সিগারেটকে বাংলায় কি বলা হয়?
উঃ সিগারেটকে বাংলায় বলা হয় ‘ধূমপান দন্ড’।

প্রশ্ন: একজন মানুষ আট দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচবে?
উঃ কারন, কোনো মানুষ দিনে নয় রাতে ঘুমায়।

প্রশ্ন: কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উঃ নরওয়েতে।

প্রশ্ন: পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?
উঃ সুইজারল্যান্ড।

প্রশ্ন: আইনজীবিরা কেন শুধু কালো কোট পরেন?
উঃ কারণ, কালো কোটে শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী দেখায়।

প্রশ্ন: একজন মানুষের চোখের ওজন কত গ্রাম?
উঃ মানুষের চোখের ওজন মাত্র ৮ গ্রাম।

প্রশ্ন: কোন দেশে ৬ মাস দিন ৬ মাস রাত থাকে?
উঃ নরওয়ে।

প্রশ্ন: একজন মানুষের ব্রেনের ওজন কত গ্রাম?
উঃ মানুষের ব্রেনের ওজন ১.৩কেজি।

Optical Illusion: আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে একটি বিড়াল! মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ

কম বয়সি ছেলেরা কেনো বৌদিদের প্রতি আকৃষ্ট হয়? কারণ শুনলে চমকে যাবেন

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিনBeauti Tips: মাত্র একবার চুমু খেলেই বাড়বে ত্বকের দারুণ জেল্লা! কিভাবে দেখুন

প্রশ্ন: জলের স্রোত থেকে উৎপন্ন বিদ্যুৎ কে কি বলে?
উঃ হাইড্রো ইলেক্ট্রিসিটি।

প্রশ্ন: ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উঃ ডং।

প্রশ্ন: ‘মনসুন’ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উঃ আরবি শব্দভান্ডার থেকে।

প্রশ্ন: মানুষের হৃৎপিন্ডের ওজন কত?
উঃ ২৫০-৩৫০ গ্রাম বা ৯-১২ আউন্স (একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে)।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *