Aloevera: বাড়িতে অ্যালোভেরা গাছ থাকালে যা ইঙ্গিত দেয়

Spread the love

বাড়িতে গাছ লাগাতে আমরা মোটামুটি সকলেই ভালোবাসি। বর্তমানে প্রতিনিয়তই গাছ কেটে বড়ো বড়ো ফ্ল্যাট, বিল্ডিং, অফিস ইত্যাদি তৈরি হচ্ছে। এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। দিনের পর দিন আমাদের পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কংক্রিটের জঙ্গলে বড় বড় গাছপালা লাগিয়ে পরিবেশে অক্সিজেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনেক জায়গাতেই এরকম ব্যবস্থা নেই বললেই চলে। তাই আমরা যদি আমাদের বাড়িতেই গাছপালার লাগিয়ে সবুজে ভরিয়ে তুলতে পারি তাহলে বিষয়টা মন্দ হয় না।

বাড়িতে নানা রকমের গাছ লাগানো যায়, সেই তালিকায় রয়েছে অ্যালোভেরা গাছও। বাস্তু বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা গাছ বাড়িতে কেবলমাত্র অক্সিজেন এনে দেয় না এই গাছ নতুন করে জীবন দান করে। কিন্তু অ্যালোভেরা গাছ লাগাতে হলে বাস্তু বিশেষজ্ঞদের মত অনুযায়ী লাগাতে হবে। অ্যালোভেরা গাছ যেখানে সেখানে লাগালে ক্ষতি হতে পারে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই গাছ লাগানোর নিয়মগুলি হল-

বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই গাছ ঘরের ভেতরে লাগাতে পারেন। একটি পাত্রের মধ্যে অ্যালোভেরা (Aloevera) গাছ দিয়ে ঘর সাজালে আপনার মনও থাকবে ভালো এবং ঘরে অক্সিজেনের মাত্রাও অনেকাংশে বৃদ্ধি পাবে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগাতে হবে। অপরিষ্কার স্থানে এই গাছ লাগালে মহা বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে।

বাস্তু বিশেষজ্ঞরা জানান, গৃহের উত্তর-পূর্ব দিকে অ্যলোভেরা গাছ লাগালে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে। গৃহের প্রবেশদ্বারের সামনে অ্যালোভেরা গাছ লাগালে পজিটিভ এনার্জি গৃহে সর্বদা বিরাজমান থাকে।

Farming Tips: লাগবে না জমি, এইভাবে বাড়ির টবেই চাষ করুন পেঁয়াজ, রইল সহজ পদ্ধতি

EGG: মদের চেয়েও বেশি ক্ষতিকর ডিম! সপ্তাহে ৪ টের বেশি ডিম খেলে কি হয় শুনলে অবাক হবেন

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

চলুন এবার জেনে নিই এই গাছ লাগানোর উপকারিতা:

এই গাছ লাগানোর ফলে আপনার বাড়িতে পজিটিভ শক্তি চলে আসবে এবং সমস্ত নেগেটিভ শক্তি দূরে চলে যাবে। এই গাছ লাগালে আপনার বাড়িতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে যা শরীর ও মনকে সুস্থ রাখবে। এছাড়াও বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি আপনার ঘরে অ্যালোভেরা গাছ লাগান তাহলে আপনি মানসিক শান্তি পাবেন। এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য বাস্তুবিদদের পরামর্শ ও মতামত অনুসারে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *