অনলাইন ট্রেন টিকেট কাটার নতুন পদ্ধতি নিয়ে এলো রেল ! জেনে নিন কি ।

Spread the love

আপনিও যদি ট্রেনে যাত্রা করেন এবং অভ্যস্ত থাকেন অনলাইনে টিকিট বুক করতে তবে আপনার জন্য রয়েছে সুখবর। আপনার জন্য রয়েছে বিশেষ একটি আপডেট। সম্প্রতি রেলের টিকিট বুকিং নিয়ে বড়ো একটি আপডেট নিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসি।এবার থেকে আপনি এই নতুন আপডেট অনুসারে আগের থেকেও অনেক বেশি সংখ্যক রেলের টিকিট বুকিং করতে পারবেন।

আইআরসিটিসির সিস্টেমের ও ওয়েবসাইট সমন্ধে অনেকেরই জানা নেই। আজকে আমরা আপনাকে জানাবো প্রত্যেক মাসে আপনারা কয়েক টিকিট বুক করতে পারবেন এবং কী ভাবে। আইআরসিটিসির একাউন্ট থেকে এবার আপনার আগের থেকেও অনেক বেশি টিকিট প্রত্যেক মাসে বুকিং করার সুবিধা পাবেন।

আপনারা আইআরসিটিসি একাউন্ট থেকে প্রত্যেক মাসে মোট ১২ টি টিকিট বুকিং করতে পারবেন। কিন্তু এই বুকিং এর সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে নিজের আইআরসিটিসির একাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে।

কোন পদ্ধতিতে করাতে হবে জানতে হলে নীচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন –

১. প্রথমে আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট http://irctc.co.in– এ যান।

২. আপনাকে এখানে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।

৩. তারপর আপনাকে হোম পেজে গিয়ে ‘My Account ‘ অপশনে ‘Link Your Aadhaar ‘ এ ক্লিক করতে হবে।

৪. এবার আপনার আধার কার্ডে থাকা তথ্য যথা – নাম, আধার নম্বর এবং আপনার আইডি। এরপর চেক বক্সে গিয়ে ‘Send OTP’ করে দিন।

৫. আপনার মোবাইলে একটি OTP যাবে, এরপর OTP ভেরিফাই করতে হবে। এবার আপনার KYC সম্পূর্ণ হবে।

৬. এবার আপনার আধার IRCTC অ্যাকাউন্টের সাথে যুক্ত করা হবে।

৭.তারপরে আপনি মোবাইলের স্ক্রিনে নিশ্চিতকরণ লিঙ্কও পাবেন।

৮. এবার আপনাকে IRCTC থেকে লগ আউট করতে হবে আর IRCTC ওয়েবসাইটে পুনরায় লগইন করতে হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *