Pulsar P150: অবশেষে অপেক্ষার সমাপ্তি! দুর্দান্ত লুক সহ বাজারে লঞ্চ করলো Pulsar P150, রইল দাম ও ফিচারসের তথ্য

Spread the love

শেষমেষ বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফুটল অসংখ্য পালসারপ্রেমীদের মুখে। সম্প্রতি ভারতে বাজাজ pulsar এর 150 সিসির নয়া ভার্সন পালসার P150 লঞ্চ করেছে। Pulsar P150-তে রয়েছে একটি এয়ার-কুলড 149 সিসি, সিঙ্গেল সিলিন্ডার 5 স্পিড গিয়ার বক্স ইঞ্জিন।, যা 8,500rpm গতিতে 14.5bhp পাওয়ার এবং 6,000rpm-গতিতে 13.5Nm টর্ক উৎপন্ন করে।

এই ইঞ্জিনটি সবার থেকে উন্নত না হলেও এর মধ্যে পাওয়া যাবে, 2-ভালভ আর্কিটেকচার নিযুক্ত ও কিক-স্টার্টার বৈশিষ্ট্য। বাইকটির ওজন 140 কেজি এবং এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 14 লিটার। এই মোটর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিমি এবং সিটের থেকে এর উচ্চতা 790 মিমি। সাসপেনশন এর কথা বলতে হলে এতে রয়েছে, 31 মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক ইউনিট। গাড়িটির ব্রেকিং সিস্টেমে রয়েছে, পিছনের চাকা ও সামনের চাকায় যথাক্রমে-260 মিমি ও 230 মিমি ডিস্ক ব্রেক।

নয়া Pulsar P150 দুটি ভেরিয়েন্টে এসেছে- সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল সিট ও টুইন ডিস্ক স্পিলিট সিট। এই মডেল দুটির দাম যথাক্রমে- 1.17 লক্ষ টাকা ও 1.20 লক্ষ টাকা। সিঙ্গেল সিটের ভেরিয়েন্টে পিছনে রিয়ার ড্রাম ব্রেক এবং একটি টিউবুলার হ্যান্ডেলবার রয়েছে। অন্যদিকে স্প্লিট সিটের ভেরিয়েন্টের পিছনে রিয়ার ডিস্ক ব্রেক এবং ক্লিপ-অন হ্যান্ডেলবার রয়েছে। ভেরিয়েন্টটির ১৭ ইঞ্চি অ্যালয় হুইল সামনের এবং পিছনে যথাক্রমে 80/100 এবং 100/90 আকারের টায়ারে চলে। টুইন ডিস্ক ভেরিয়েন্টে থাকছে যথাক্রমে 90/90/ ও 110/90 সেকশন টায়ার।

জনপ্রিয় পালসা P150-এ গর্ব করার মতো বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এতে রয়েছে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যেটি N160 থেকে নেওয়া হয়েছে। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং রেঞ্জ ইন্ডিকেটর ভেসে উঠবে। এছাড়াও বাইকটিতে রয়েছে অল এলইডি লাইটিং সিস্টেম, এলইডি প্রোজেক্টর হেডলাইট, এলইডি টেললাইট এবং এলইডি ডিআরএল। এছাড়াও ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে। Pulsar P150 মোট পাঁচটি রংয়ের উপলব্ধ রয়েছে। যথা-রেসিং রেড, ইবনি ব্ল্যাক রেড, ইবনি ব্ল্যাক ব্লু, ইবনি ব্ল্যাক হোয়াইট এবং ক্যারিবিয়ান ব্লু।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *