Lifestyle: ঘরে টিকটিকি থাকা কিসের ইঙ্গিত দেয়? জানলে চমকে যাবেন

Spread the love

ঘরে টিকটিকি থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে টিকটিকি দেখতে নিরীহ প্রকৃতির হলেও এটি খুবই বিষাক্ত। জ্যোতিষ শাস্ত্র মতে টিকটিকি আমাদের ভাগ্যকে ভীষণভাবে প্রভাবিত করে। শাস্ত্রমতে, টিকটিকি ঘরে থাকলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।

এছাড়াও অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা প্রবল হয়। আমাদের সকলেরই ভবিষ্যৎ নিয়ে নানান রকমের চিন্তা এবং উৎকণ্ঠা থাকে। টিকটিকির ঘোরাফেরার ওপর আমাদের জীবনের অনেক কার্যকলাপ নির্ভর করে। আসুন জেনে নেওয়া যাক টিকটিকির অবাধ বিচরণ নিয়ে জ্যোতিষ শাস্ত্রের মত।

জ্যোতিষ শাস্ত্র মতে, সকালবেলায় খাওয়ার সময় যদি টিকটিকি ডাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শাস্ত্র মতে, বাড়িতে থাকা টিকটিকির গায়ে যদি মাটি লেগে থাকে তাহলে সেই বাড়িতে রোগ-বিসুখ লেগেই থাকে।
জ্যোতিষ শাস্ত্র মতে, ঘরের দেওয়ালে সঙ্গমরত টিকটিকি থাকা মানে পুরনো কোন বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু যদি টিকটিকিকে বাড়িতে লড়াই করতে দেখেন, তাহলে এর অর্থ হল বন্ধুর সঙ্গে আপনার বিচ্ছেদ আসন্ন।
শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে টিকটিকি দেখলে তার অর্থ হল কোন অসম্পূর্ণ কাজে আরোও সতর্ক হওয়ার ইঙ্গিত।
জ্যোতিষ শাস্ত্র মতে, উপর থেকে যদি টিকটিকি গায়ে এসে পড়ে তাহলে তা হল খুব শীঘ্রই ধন লাভের ইঙ্গিত।

বাড়িতে ঢোকার সময় টিকটিকির ডাক শোনা গেলে অর্থ উপার্জন বৃদ্ধি পায়।
যদি উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে টিকটিকির শোনা যায় তাহলে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকে।
জ্যোতিষ শাস্ত্র মতে, বাঁদিকে কাঁধে টিকটিকি পড়লে শত্রু বেড়ে যায়।
শাস্ত্র মতে, নিচের ঠোঁট, যে কোন উরুতে, নাভিতে এবং পায়ের মধ্যে পড়ে, তাহলে সেটি খুবই ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয়।
শাস্ত্র মতে, ভ্রুতে টিকটিকি পড়লে তা অর্থের ধ্বংসপ্রাপ্তি ইঙ্গিত করে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *