POCO: Redmi-র খুব সস্তার স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে POCO C50 নামে, জেনে নিন দাম

Spread the love

খুব শীঘ্রই এবার Redme C12 স্মার্টফোনের রি-ব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে আসতে চলেছে POCO C55 স্মার্টফোন। এমনটাই দাবী করেছেন
টিপস্টার ক্যাসপার স্করজিপেক। হয়তো অনেকেই জানেন না C সিরিজের প্রত্যেকটি মডেলই Redmi স্মার্টফোনের রি-ব্র্যান্ডেড ভার্সন। এমনকি কিছুদিন আগেই ভারতের লঞ্চ হওয়া POCO C50 ও একটি রেডমি স্মার্টফোন।

ক্যাসপারের এই দাবি যদি সত্যি হয় তাহলে এই ফোনটির ফিচার পুরোপুরি Redme 12C মডেলের মতোই হবে। আসুন তাহলে এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. এতে থাকছে 6.71 ইঞ্চি HD+ (1650×720পিক্সেল) ডিসপ্লে। যেখানে ওয়াটার-ড্রপ নচ স্টাইলের ডিজাইন থাকবে এবং এটি 1500:1 কনট্রাস্ট রেশিও ও 500 নিট পিক ব্রাইটনেস দেবে।

2. থাকবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং একটি ইন্টিগ্রেটেড মালি G52 জিপিইউ। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক সিস্টেম।

3. 6 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইএমএমসি 5.1 স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

4. থাকবে LED ফ্ল্যাশ- সহ ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হলো– এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার দেওয়া হয়েছে।

5. 10 ওয়াট চার্জিং টেকনোলজি- সহ 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারী আছে।

6. নিরাপত্তার জন্য এতে রিয়ার- মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

এতে রঙের ভ্যারিয়েন্ট রয়েছে সি ব্লু, মিন্ট গ্রিন, শ্যাডো ব্ল্যাক এবং ল্যাভেন্ডার বা পার্পেল।

দাম: 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 8,400 টাকা। 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ-যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 9,600 টাকা ও 10,800 টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *