Hyundai: এক চার্জেই ছুটবে ৬০০ কিমি, বাজার কাঁপাতে লঞ্চ করলো দুর্দান্ত এই Hyundai গাড়ি

Spread the love

খুব শীঘ্রই এবার বাজার কাঁপাতে আসছে ‘হুন্ডাই’ কোম্পানির নতুন ইলেকট্রিক গাড়ি। আমরা সকলেই জানি যে সময়ের সাথে সাথে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। যার পেছনে রয়েছে একাধিক কারণ।

একদিকে যেমন জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার ক্রমাগত বাড়ছে।ইতিমধ্যেই বাজারে এসেছে একাধিক কোম্পানির ইলেকট্রিক যানবাহন। খুব সম্প্রতি এবার ‘হুন্ডাই’ সংস্থার তরফ থেকে সেরকমই একটি ইলেকট্রিক মডেল আনার কথা প্রকাশ্যে এসেছে।

যেটি একবার চার্জ দিলেই আপনি চলে যেতে পারবেন কলকাতা থেকে শিলিগুড়ি। ‘Hyundai Ioniq 6’ নামক হুন্ডাই-এর এই ইলেকট্রিক সিডান-এর ডিজাইন নজর কেড়েছে সকলের। এটি আসলে হন্ডাই’এর তৃতীয় ইলেকট্রনিক মডেল হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত এই গাড়ির দাম সম্পর্কে জানা যায়নি।

গত বছরের জুন মাসে এই মডেল বিশ্ববাজারে লঞ্চ করেছিল সংস্থা। যেখানে ব্যবহার করা হয়েছে ইজিএমপি ক্যাচ বোর্ড আর্কিটেকচার। জানা গিয়েছে গাড়িটি লম্বায় 4855 মিলিমিটার, চওড়ায় 1980 মিলিমিটার, উচ্চতায় 1495 মিলিমিটার এবং এতে 2950মিলিমিটারের হুইল বেস রয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *