Interview Question: JIO সিমের আসল মানে কি? প্রায় ৯৯% মানুষই উত্তর দিতে নাজেহাল হয়েছেন

Spread the love

ইন্টারভিউ প্রশ্ন: কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? চাকরির পরীক্ষার এক অন্যতম পার্ট হলো ইন্টারভিউ (Interview)। যা লিখিত পরীক্ষায় পাশ করার পর চাকরিপ্রার্থীদের সেই পরীক্ষা দিতে হয়। বলা যায় চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ পার্ট হলো ইন্টারভিউ। কারণ অনেক প্রার্থী রয়েছে যারা লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউয়ে পাশ করতে পারেনা।

কারণ এই ইন্টারভিউ মাধ্যমে যাচাই করা হয় প্রার্থীদের বুদ্ধি। বলা যায় প্রার্থীদের সাধারণ জ্ঞান, ইতিহাস এইসব থেকেই প্রশ্ন করা হয় ইন্টারভিউয়ে। ফলে প্রার্থীদের কাছে ইন্টারভিউ পার্টটা বেশ কঠিন। তবে অনেকের মনেই জিজ্ঞাসা রয়েছে এই ইন্টারভিউয়ে কিরকম ধরনের প্রশ্ন করা হয়? আজকের এই প্রতিবেদনে সেরকম ধরনেরই বেশ কিছু প্রশ্ন সহ উত্তর আলোচনা করা হয়েছে। তাই চলুন সময় নষ্ট না করে সেই প্রশ্নসহ উত্তরগুলো মনোযোগ সহকারে দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?
উত্তর- ১লা এপ্রিল।
২) প্রশ্ন ‐ খেলোয়ার জগতে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান কোন খেলোয়াড়?
উত্তর- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
৩) প্রশ্ন – ভারতে প্রথম হাইড্রোজেন টেন কোন রুটগুলিতে চালু হবে?
উত্তর- ২০২৩ সালে ডিসেম্বর থেকে ভারতের ৮টি ঐতিহ্যপূর্ণ রুটে চলবে হাইড্রোজেন টেন।
৪) প্রশ্ন – কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত?
উত্তর- সমুদ্রগুপ্ত।
৫) প্রশ্ন – বাংলায় কাকে ‘অক্সফোর্ড’ বলা হয়?
উত্তর- নদীয়াকে।
৬) প্রশ্ন – ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি?
উত্তর- নভরাসা।
৭) প্রশ্ন – সাম্প্রতিক কোন গায়ক ৬৮তম ফিল্মফেয়ার আওয়ার্ডে “Best Playback Singer” (Male) হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর- অরিজিৎ সিং (Arijit Singh)।
৮) প্রশ্ন – এশিয়ার সবথেকে বড় হেলিকপ্টার ফ্যাক্টরি কোথায় রয়েছে?
উত্তর- তামাকুরু (কর্ণাটক)।
৯) প্রশ্ন – ২০২৩ সালের ৬ই ফেব্রুয়ারি কোন দেশের হাজার হাজার মানুষ ভয়াবহ ভূমিকম্পে মারা যান?
উত্তর- সিরিয়া-তুরস্ক দেশে। কম্পন এর মাত্রা ছিল ৭.৮।
১০) প্রশ্ন – জিও (Jiol সিম কোম্পানির সম্পূর্ণ নাম কি?
উত্তর- Joint Implementation Opportunity।
১১) প্রশ্ন – কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর- ১৭৬১ সালে।
১২) প্রশ্ন – জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর- লিভার।
১৩) প্রশ্ন – কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
উত্তর- ১৯১১ সালে।
১৪) প্রশ্ন – জিম্বাবুয়ের রাজধানীর নাম কি?
উত্তর- হারারে।
১৫) প্রশ্ন – কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়?
উত্তর- ত্রিপুরা রাজ্যকে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *