Electric Scooter: Bajaj Chetak বনাম Ola S1, এই দুই স্কুটারের মধ্যে কোনটি কেনা লাভজনক? দেখে নিন

Spread the love

বর্তমানে সকলেই বৈদ্যুতিক স্কুটারের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বর্তমানে বাজারে বৈদ্যুতিক স্কুটারের মধ্যে সবথেকে জনপ্রিয় দু’টি স্কুটার হল Bajaj Chetak এবং Ola S1। বাজাজের স্কুটারটি ৩ বছর আগে বাজারে আসে। অপরদিকে ওলার স্কুটার ২০২১ সালের। দু’টি স্কুটারের রেঞ্জ বেশ ভালো। তবে আপনি নিশ্চয়ই ধন্দে রয়েছেন কোনটি কিনলে লাভবান হবেন। সেই আলোচনা করা হবে আজকে। বাজাজের চেতক বৈদ্যুতিক স্কুটারে রয়েছে ৫০.৪ V/ ৬০.৪ AH ব্যাটারি প্যাক।

ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হওয়ার পর ৯০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। অপরদিকে এটি স্পোর্ট মোড রেঞ্জ ৮০ কিমি। স্কুটারটি ৪২০০ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এটির ব্যাটারিস সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৫ ঘন্টা। অপরদিকে ওলার স্কুটারটিতে রয়েছে ৩ kwh ব্যাটারি প্যাক যা সম্পূর্ণ চার্জ হলে ১৪১ কিলোমিটার পথ অতিক্রম করে। ওলা স্কুটারটির ব্যাটারি ৮৫০০ ওয়াট মোটর শক্তি উৎপন্ন করত পারে। এটির ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা।

বাজাজের চেতক বৈদ্যুতিক স্কুটারে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক। এটি প্রতি ঘন্টায় ৬৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এছাড়া ফিচার্স হিসেবে রয়েছে ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার। এছাড়া রয়েছে টার্ন সিগনাল এলইডি, হেডলাইট ও টেললাইট। ওলা এস১ স্কুটারটির দুই চাকাতে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক। এটির ইকো, নর্মাল ও স্পোর্টস মোড রয়েছে।

এছাড়া মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার ও ট্রিপমিটার, ব্লুটুথ কানেকটিভিটি, সম্পূর্ণ এলইডি লাইটিং। ওলার স্কুটারটির ব্যাটারি ওয়ারেন্টি ৩ বছর। বাজাজ যেমন স্টিলের ন্যায় তৈরি অপরদিকে ওলা প্লাস্টিক ও মেটাল দিয়ে তৈরি। বাজাজ চেতক বৈদ্যুতিক স্কুটারের দাম ১,৪০,০০০ টাকা। ওলা এস১ স্কুটারের দাম ১,২৯,৮২৮ টাকা। তাই সবমিলিয়ে দু’টি বৈদ্যুতিক স্কুটারের যেকোনো একটি কিনতে পারেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *