Oppo K11: অত্যাধুনিক ফিচারসে ঠাসা লঞ্চ হতে চলেছে নতুন Oppo K11x, এই দুর্দান্ত 5G স্মার্টফোনে পাবেন ফাস্ট চার্জিং সুবিধা

Spread the love

কয়েকমাস আগেই জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Oppo’ তাদের ‘K’ সিরিজের লেটেস্ট স্মার্টফোন ‘Oppo K11x’ লঞ্চ করেছে চীনে। জানা গিয়েছে, আগামী ২৫শে জুলাই ‘Oppo K11 5G’ লঞ্চ করা হবে সংস্থার তরফ থেকে। যেখানে রয়েছে দুর্দান্ত সব ফিচার্স। আজ আমরা এই ফোনেরই সম্পূর্ণ বিবরণ দেবো আপনাদের।

ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশরেট-সহ OLED ডিসপ্লে প্যানেল। যদিও এখনো পর্যন্ত স্মার্টফোনের আকার সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট। যা ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর নির্মাণ করা হয়েছে।

র‍্যাম-স্টোরেজ: ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স ৮৯০ প্রাইমারী সেন্সর।

ব্যাটারী: ব্যাটারী সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও, জানা গিয়েছে এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রঙ: এই ফোনটি মূলত দুটি রঙে উপলব্ধ হবে। যেগুলি হলো গ্লেসিয়ার ব্লু এবং মুন শ্যাডো গ্রে।

দাম: এই ফোনটির দাম হবে ২০০০ ইউয়ানের কাছাকাছি। ভারতীয় মূল্যে যা ২২,৯০০ টাকার মতো।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *