Best SmartPhone: এক চার্জেই চলবে টানা ১৮ দিন! বিশেষ ক্ষমতা সম্পন্ন এই সস্তার স্মার্টফোনের কাছে হার মানবে একাধিক লাক্সারি ব্র্যান্ড

Spread the love

বর্তমান সময়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসে গ্রাহকদের জন্য। যেগুলির ফিচার্স রীতিমতো চোখে পড়ার মতো। তবে গ্রাহকেরা সবসময় এমন ফোন পছন্দ করেন যেগুলি শক্তপোক্ত হবে অর্থাৎ ‘রাফ অ্যান্ড টাফ’ হবে। আজ সেরকমই একটি ফোনের তথ্য দেবো আপনাদের। যেটির নাম ‘Blackview N6000’। ক্ষমতার দিক দিয়ে এই ফোন হার মানাবে অন্যান্য স্মার্টফোনকে।

স্পেসিফিকেশন:

এতে রয়েছে ৪.৩ ইঞ্চির ডিসপ্লে। যা ৫৪০ x ১২০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া পিক ব্রাইটনেস ৪৫০ নিটস।

ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ‘DokeOS’ ৩.১ দ্বারা।

প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট।

এতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে ৩,৮৮০ mAh ব্যাটারী। সংস্থার দাবী এই ব্যাটারী স্ট্যান্ডবাই মোডে ১৮ দিন পর্যন্ত চলতে সক্ষম।

যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে জানা গিয়েছে এই ফোনটি নাকি ১৫ মিটার জলের মধ্যে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারে। যার দ্বারা এটাই স্পষ্ট যে জলে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এখানেই শেষ নয় ২ মিটার উচ্চতা থেকে ফেলে দিলেও ফোনটি স্বাভাবিক থাকবে।

দাম: প্রায় ১৩,১৩৩ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *