BMW: নতুন রঙে আসতে চলেছে BMW-র এই জাঁদরেল দুটি বাইক, ফিচারসে গরম করবে বাজার

Spread the love

খুব শীঘ্রই নতুন রঙে আসতে চলেছে ‘BMW’এর ‘G310 R’, ‘G310 GS’ এবং ‘G310 RR’। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফ থেকে এই সংক্রান্ত ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখান থেকে স্পষ্ট হয়েছে যে নতুন রঙে আসতে চলেছে এই বাইকগুলি। বর্তমানে ‘G310 RR’ বাইক দুটি রঙে উপলব্ধ রয়েছে।

যার মধ্যে একটি হলো কালো এবং অপরটি সাদা-লাল-নীলের সংমিশ্রণ। অন্যদিকে ‘G310 R’ মূলত তিনটি রঙে পাওয়া যাচ্ছে। যেগুলি হলো সাদা-লাল সংমিশ্রণ এবং অপর দুটি হলো লাল ও কালো। ‘G310 GS’ পাওয়া যাচ্ছে অলিভ গ্রীন, কালো এবং সাদা-লাল-নীল সংমিশ্রণে।

সবকটি বাইকেই ব্যবহার করা হয়েছে ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন হয়। যদিও কবে এই আপডেট আনা হচ্ছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তবে হয়তো খুব শীঘ্রই ভারতে এই আপডেট-সহ বাইকগুলি উপলব্ধ হবে। এছাড়া মনে করা হচ্ছে রং আপডেটের সাথে সাথে দামেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *