TATA Tiago CNG: শুধু Punch নয়, আরও দুটি CNG গাড়ি আনল টাটা! দাম কত?

Spread the love

একটি নয় দুটি নয় পরপর তিনটি সিএনজি ভ্যারিয়েন্ট গাড়ি লঞ্চ করে চমকে দিল জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘টাটা মোটরস’। ‘Tata Punch’এর পর এবার আরও দুটি সিএনজি ভ্যারিয়েন্ট আনলো সংস্থা। যেগুলি হলো ‘Tata Tiago CNG’ এবং ‘Tata Tigor CNG’। গত মাসে ‘Tata Altroz’এর সিএনজি ভ্যারিয়েন্ট এনেছিল এই সংস্থা। সেই তালিকাতেই এবার যোগ হয়েছে আরো দুটো নাম।

আসলে সাম্প্রতিক সময় সিএনজি গাড়ির রমরমা অনেকটাই বেশি। ইতিমধ্যেই একাধিক সংস্থা এরকম গাড়ি এনেছে বাজারে।

‘Tata Tiago’ এবং ‘Tata Tigor’এর বৈশিষ্ট্য দেখতে গেলে গাড়ি দুটিতে রয়েছে ১.২ লিটার তিন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ৮৬ হর্সপাওয়ার শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। তবে সিএনজি মোডে যখন চলবে তাতে ৭৩ হর্সপাওয়ার শক্তি পাওয়া যাবে। একইসাথে গাড়ি দুটিতে রয়েছে টুইন সিলিন্ডার প্রযুক্তি। ৬০ লিটারের দুটি সিলিন্ডার দেওয়া হয়েছে।

তবে সিএনজি ছাড়াও এতে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন- এতে ডুয়াল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। যেটি বুট স্পেসের নীচেই রয়েছে। এই বিষয়ে নাকি নির্দিষ্ট পেটেন্ট দায়ের করেছিল ‘টাটা মোটরস’। যার ফলে গাড়িতে অনেকটাই জায়গা বেশি হতে চলেছে। হলে গ্রাহকেরা বেশ সুবিধা পাবেন।

দামের দিক দিয়ে দেখতে গেলে ‘Tata Tiago CNG’ এবং ‘Tata Tigor CNG’র দাম যথাক্রমে ৬.৫৫ লক্ষ এবং ৭.৮০ লক্ষ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *