TVS Ntorq: পুজোর আগেই TVS-এর বড় ধামাকা! শীঘ্রই লঞ্চ হতে চলেছে Ntorq, রইল খুঁটিনাটি

Spread the love

খুব শীঘ্রই আরো একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘TVS’। বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা ঠিক কতখানি তা আমরা সকলেই জানি। তাইতো পেট্রোলচালিত স্কুটারের তুলনায় এখন ইলেকট্রিক স্কুটারই বেশি পছন্দ করছেন সকলে। এই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে একাধিক সংস্থা একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

জানা গিয়েছে, আগামী ২৩শে আগস্ট দুবাইতে নতুন স্কুটারের উপর থেকে পর্দা সরাতে চলেছে এই সংস্থা। তার আগে এই স্কুটারের একটি টিজার প্রকাশ্যে আনা হয়েছিল। যেখানে কেবল হেডলাইট, ইন্ডিকেটর এবং স্কুটারের অ্যাপ্রনের দেখা মিলেছে। হেডলাইটটি দেখে অনেকে ‘Creon’ স্কুটারের সাথে মিল পেয়েছেন। অনেকে আবার মনে করছেন এই স্কুটার ‘Ntorq’এর ইলেকট্রিক ভার্সন হিসেবেও আসতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে এই স্কুটারটি কোন কনসেপ্টে আসবে? Creon নাকি Entorq?

‘Creon’ হিসেবে যদি আসে তাহলে সেটি ভীষণই স্পোর্টি লুকের হবে। যার প্রোটোটাইপ মডেলে দেওয়া হয়েছিল ১১.৭৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। ০-৬০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে যেটি সময় নেয় মাত্র ৫.১ সেকেন্ড। আর যদি সেটি ‘Ntorq’এর ইলেকট্রিক ভার্সন হিসেবে বাজারে আসে তাহলে সেটি পারফরম্যান্সের দিক দিয়ে ছাপিয়ে যাবে ‘iQube’কে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *