এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১৫ হাজার টাকা দেবে SBI, এভাবে করুন আবেদন

Spread the love

সারাদেশে এমন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ে। সেই সব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ যাতে করতে পারে সেজন্য এসবিআই ফাউন্ডেশন কর্তৃক এসবিআই আসার স্কলারশিপ দেয়া হয়। অন্য কোথাও স্কলারশিপের জন্য আবেদন করার পরও আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এটি হল এই স্কলারশিপের বিশেষত্ব।

xfgfxh

এ স্কলারশিপ ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পাবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক এই স্কলারশিপ এর সম্বন্ধে বিশেষ তথ্য।

এসবিআই আশা স্কলারশিপ ২০২২:

১) ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২) ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় ৭৫ শতাংশ নাম্বার পেতে হবে।
৩) স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ভারতীয় নাগরিক হতে হবে।
৪) ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকা অথবা তার কম।

বৃত্তির পরিমাণ:

এই স্কলারশিপটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ১৫,০০০ টাকা দেয়া হবে।

shx

আবেদন প্রক্রিয়া:

১. এই স্কলারশিপটির জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে অফলাইনের কোন ব্যবস্থা নেই।
২. অফিসিয়াল ওয়েবসাইট htt://www.buddy4study.com/page/sbi-asha-scholarship -program৮ ref=FeaturedRightBlock এ যেতে হবে। লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
৩. এরপর আপনার সামনে খোলা পেজটিতে Apply now অপশনে ক্লিক করুন।
৪) রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশন এ ক্লিক করতে হবে।
৫) এবার আপনার মোবাইলে একটি OTP আসবে OTP টি ঠিকঠাক জায়গায় লিখে verify করতে হবে.
৬) এরপর লগইন করার পর ‘Start Application’ অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর ক্লিক করতে হবে ‘Check Eligibility’অপশনে।
8) তারপর আপনাকে ‘Submit ‘অপশনে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

আপনার পরিচয় প্রমাণপত্র আধার কার্ড ,প্যান কার্ড ,ড্রাইভিং লাইসেন্স ,ভোটার কার্ড।
আপনার নতুন শ্রেণীতে ভর্তির রশিদ। পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের শেষ তারিখ:</strong ১৫. ১০.২০২২ অর্থাৎ ১৫ ই অক্টোবর ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *