Vastu Dosh: চিরদিনের মত দূর হবে টাকা-পয়সার সমস্যা, ঘরের এই বিশেষ কোণে রাখুন আলমারি!

Spread the love

বাস্তুশাস্ত্র অতি প্রাচীন এক শাস্ত্র। অনেক সময় জীবনে অনেক রকম সমস্যা দেখা যায় মনে করা হয় এর অনেক কারণ লুকিয়ে থাকে বাস্তু দোষের মধ্যে। অথচ ঘরে থাকা জিনিসের একটু অদল বদল ভাগ্য ফেরাতে পারে। বাস্তু মতে ঘরের কয়েকটি নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট দিকে রাখলে সেই বাড়ির মধ্যে পজিটিভ শক্তি প্রবাহিত হয় ফলে বাড়িতে সব সময় ইতিবাচক পরিবেশ বজায় থাকে সুখ সমৃদ্ধি ও বৃদ্ধি পায়।

আজকে আমরা বলব আলমারির কথা, আলমারি কোন জায়গায় রাখলে শুভ ফল পেতে পারেন জেনে নিন এই প্রতিবেদনে।

বাস্তুমতে আলমারি রাখার জন্য উপযুক্ত স্থান দক্ষিণ-পশ্চিম দিক। কিন্তু কোন কারনে এই কোণ যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে দক্ষিণ দিকে রাখতে পারেন। এতে অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান মেলে বলেই ধারণা বাস্তু বিশেষজ্ঞদের। আবার রঙের প্রকারভেদ আপনার বাস্তুকে প্রভাবিত করে।

যেমন বাস্তু বিশেষজ্ঞদের মতে আলমারির রং গাঢ় রঙের করা উচিত নয়। হালকা রঙের আলমারি রাখলে তা ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে। এই একই বিষয়ে প্রযোজ্য ঘরের রং এর ক্ষেত্রেও। বেডরুমে রঙের ক্ষেত্রে সাদা, ক্রিম কালার শুভ বলে মনে করা হয়।

অপরদিকে বেডরুমের মধ্যে আলমারি রাখা থাকলে তাহলে আয়না লাগানোর কোন প্রয়োজন নেই বলেই মনে করেন বাস্তুবিদরা। বাস্তু বিশেষজ্ঞদের মতে বিছানা থেকে যদি আয়নাটি আপনি দেখতে পান অর্থাৎ আয়নায় যদি আপনার বিছানা প্রতিফলিত হয় তাহলে তা আপনার জন্য শুভ নয়। তাই আয়না রাখতে হলেও এমন ভাবে রাখতে হবে যাতে তাতে বিছানা ছবি প্রতিফলিত না হয়।

এবার দেরি না করে বাস্তু মেনে বাড়িতে এভাবে আলমারি রাখুন, এতে আপনার জীবনের উন্নতির পথ প্রশস্ত হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *