Beauti Tips: বয়স ৬০ পেরিয়েও উথলে পড়ছে ভরা যৌবন, গ্লামার জৌলুস ধরে রাখতে প্রতিদিন এই ছোট্ট কাজ করেন মাধুরী

Spread the love

বলিউড অভিনেত্রীদের বয়স ১৮ হোক বা ৫৮ তাদের রুপ- সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বলিউড সুন্দরীদের গ্ল্যামার দেখলে হতবাক হতে হয়। অনেকেরই ধারণা বলিউড অভিনেত্রীরা চুল ও ত্বকের যত্নের জন্য কত কিছুই না করেন। বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন মাধুরী দীক্ষিত(Madhuri Dixit)।

৯০ দশকে মাধুরী(Madhuri) তার চেহারার লাবণ্য দিয়ে সিনে পর্দা কাঁপিয়েছে, আজ এত বছর পরেও সেই একই লাবণ্য তার চেহারায় ফুটে ওঠে। বলিউডের ‘ধক ধক গার্ল ‘এর বয়স এখন প্রায় ৬০ ছুঁই ছুঁই। এই বয়সেও তিনি এখনও তার চেহারাতে এতোটুকু ভাঁজ পড়তে দেননি। মাধুরী (Madhuri)আবার বিউটি ট্রিটমেন্টের জন্য ঘরোয়া উপকরণে বেশি ভরসা রাখেন।

সম্প্রতি অভিনেত্রী সাধারণ মানুষের উপকারের জন্য তার বিউটি সিক্রেট শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।যা সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে। অভিনেত্রী ত্বক এবং চুলের যত্নের জন্য বরাবরই প্রাকৃতিক জিনিসই ব্যবহার করেন।

সেই টোটকাই তিনি শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। চুলের যত্নের জন্য অর্ধেক কাপ নারকেল তেল, এক চা চামচ মেথি, ১৫ – ২০ টি কারিপাতা ও পেঁয়াজ বাটা ফুটিয়ে ছেঁকে নিয়ে সপ্তাহে তিন চার দিন অথবা শ্যাম্পু করার আগের রাতে ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যা দূর হয়।

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

Flipkart-এ নয়া নিয়ম, এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ

এছাড়াও চুল রুক্ষ হওয়ার সমস্যা দূরীকরণের জন্য মাধুরী(Madhuri) সমাধান দেন, দু টেবিল চামচ টক দই, এক চা চামচ মধু ও একটি পাকা কলা মিশিয়ে ভালো করে চটকে হেয়ার প্যাক বানিয়ে চুলে ৩০- ৪০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে। এরপর চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে।

মাধুরী (Madhuri)মাইক্রো ফাইবার জাতীয় কাপড়ে চুল জড়িয়ে রাখেন ভিজে চুল শুকানোর জন্য। এতে চুল পড়া কমে। মাধুরীর(Madhuri) ত্বকের যত্নের জন্য একমাত্র ভরসা হলো বেসন। তিনি কোনো ফেসওয়াশ ব্যবহার করেন না। তার বদলে তিনি বেসন দিয়ে মুখ ধোয়ার পরামর্শ দিয়েছেন।এই টোটকাগুলি ব্যবহার করার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমানে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *