Worlds Largest Volcano: ৩৮ বছর পর জেগে উঠলো বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

Spread the love

প্রায় ৩৮ বছর পর পুনরায় জেগে উঠেছে হাওয়াই দ্বীপের একেবারে উত্তর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া। এর আগে এই আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত ঘটেছিল ১৯৮৪ সালে। এর ফলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল আশেপাশের এলাকার বাসিন্দাদের। ফের সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। সোমবার থেকে জরুরি সর্তকতা জারি করা হয়েছে।

ffh

২৭ নভেম্বর রবিবার স্থানীয় সময় ১১ঃ৩০ টার দিকে বিগ আইল্যান্ডের এই আগ্নেয়গিরিটি থেকে লাভা উদগীরণ শুরু হয়। আগ্নেয়গিরির তলার দিকের ভূমিকম্পের কম্পনের মাত্রা রীতিমতো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে সকলের। এটিকেও অগ্নুৎপাতের কারণ হিসেবে ধরা হচ্ছে। ২৮ শে নভেম্বর লাভা শুধুমাত্র শিখর পর্যন্ত ছিল এবং আশেপাশের এলাকায় কোন বিপদের খবর মেলেনি।

ytu

তবে অগ্নুৎপাতের পর থেকেই হাওয়াই দ্বীপে লাভা প্রবাহ শুরু হয়ে গিয়েছে। অগ্নুৎপাত ঘটলে আগ্নেয়গিরিটি খুব ‘সজীব’ হয়ে উঠতে পারে, তাই প্রায় ২০লক্ষ মানুষকে সতর্ক করা হয়েছে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসের নির্গমন বৃদ্ধি পেয়েছে অগ্নুৎপাতের পর থেকেই। যা যে কোন জীবের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আগ্নেয়গিরি অবজারভেটরি জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

হাওয়াই দ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, কোনরকম উচ্ছেদের আদেশ জারি করা হয়নি। তবে সামিট এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউএসজিএস অনুসারে, ১৮৪৩ সাল থেকে মাউনা লোয়া ৩৩ বার জেগে উঠেছে। আগ্নেয়গিরিটির সবচেয়ে সাম্প্রতিক অগ্নুৎপাত ঘটেছিল ১৯৮৪ সালে। সেটি স্থায়ী হয়েছিল ২২ দিন।

Knowledge Story: মুড়ি-সিঙ্গারা নাম শুনলেই জিভে আসে জল? তবে বলুন দেখি সিঙ্গারার ইংরেজি নাম কি?

Ucche English Name: যতই তেতো হোক নামটা মিষ্টি, জানেন উচ্ছের ইংরেজি নাম কি?

Swastika Mukherjee: শীতের শুরুতে এমন পোশাকে উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা মুখার্জি

Gas Cylinder: সিলিন্ডারে গ্যাস কতটা বেঁচে আছে? চটজলদি বুঝে যাবেন এই সহজ উপায়ে


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *