Akshay Kumar: একের পর এক ফ্লপ ছবি, অভিনয় ছেড়ে এবার রানীগঞ্জের কয়লাখনিতে কাজ করতে আসছেন অক্ষয় কুমার

Spread the love

চলতি বছর বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের জন্য মোটেও ভালো গেল না। করোনা আবহের পর থেকে অক্ষয়ের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ছবিই বক্স অফিসে ফ্লপ হয়। পরপর অনেকগুলি সিনেমা ফ্লপ হওয়ার কারণেই নাকি এবার অভিনয় ছেড়ে নতুন পেশাতে যোগ দিলেন তিনি।

এমনকি, তিনি নাকি নতুন পেশার টানেই নাকি এবার পা রাখছেন বাংলায়। অক্ষয় কুমার ইঞ্জিনিয়ার হয়ে আসছেন পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনিতে। এর কারণ হলো, কয়লা খনির শ্রমিকদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার বড়ো একটি দায়িত্ব পড়েছে অক্ষয় কুমারের কাঁধে। ঠিক সেরকমই যেরকম ভাবে আজ থেকে প্রায় ৩০ বছর আগে যশবন্ত গিল রানীগঞ্জ কয়লা খনির ৬৫ জন শ্রমিকের প্রাণ বাঁচিয়েছিলেন।

এবার অক্ষয় কুমার সেই যশবন্ত গিলের বায়োপিকে অভিনয় করতে চলেছেন। ১৯৮৯ সালে একবার রানীগঞ্জের মহাবীর কোলিয়ারিতে কয়েকশো শ্রমিক খনিগর্ভে আটকে পড়েছিল। খনিগর্ভে আটকে পড়া শ্রমিকদের মোট সংখ্যা ছিল ২২০। এদের মধ্যে ৬ জন শ্রমিকের ঘটনাস্থলে সেদিনই মৃত্যু হয়। এই খবর পাওয়ার সাথে সাথেই এক মুহূর্তও বিলম্ব না করে যশবন্ত গিল সেদিন ওই খনিগর্ভের মধ্যে নেমে পড়েন।

তিনি প্রাণপণ চেষ্টা করে সেদিন ৬৫ জন শ্রমিককে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেদিন তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তারপর থেকে তাঁকে স্মরণ করে গোটা দেশে ১৬ ই নভেম্বর ‘রেসকিউ ডে’ হিসেবে পালিত হয়। এবার সেই ঘটনাটি বড়পর্দায় কাহিনী রূপে ফুটে উঠবে।

এর আগেও একাধিক বায়োপিকে এবং ঐতিহাসিক চরিত্রে অক্ষয় কুমারকে অভিনয় করতে দেখা গেছে। এবার অক্ষয় অভিনয় করতে চলেছেন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের বায়োপিকে। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন পরিণীতি চোপড়া। ছবিটির টিজার মুক্তি পেয়েছিল চলতি বছরের জুলাই মাসে।এই সিনেমার নাম রাখা হয়েছে ‘ক্যাপসুল গিল’। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ২০২৩ সালের ৩০ শে নভেম্বর।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *