Arijit Singh: মাত্র ৩০ টাকায় এক্কেবারে ভরপেট খাবার, গরিবদের জন্য সবচেয়ে সস্তার হোটেল খুললেন অরিজিৎ সিং

Spread the love

বর্তমানে অরিজিৎ-এর গানের খ্যাতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাঁর সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ববাসী। বলিউড হোক কিংবা টলিউড বর্তমানে সংগীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় মাপের একজন শিল্পী হওয়া সত্বেও তিনি কিন্তু একেবারে মাটির মানুষ। তিনি সবসময়ই সাধারণ ভাবে জীবন যাপন করতে বেশি পছন্দ করেন। মুম্বাইতে বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই থাকতে বেশি ভালোবাসেন অরিজিৎ। তিনি নিজের ছেলেকেও ভর্তি করেছেন মুর্শিদাবাদেরই একটি স্কুলে।

তবে এবারে অরিজিৎ এলাকাবাসীর জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। তিনি এলাকাবাসীর জন্য একটি আস্ত ‘হেঁশেল’ খুলে ফেললেন। মাত্র ৩০ টাকার বিনিময়ে এক্কেবারে ভরপেট খাবার পাওয়া যাবে সেখান থেকে। এই উদ্যোগে এলাকার বহু মানুষ খুব উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই অবস্থিত অরিজিতের এই হোটেলটি।

এলাকার সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে পেট ভরে খাবার খেতে পারেন, সেই উদ্দেশ্যেই অরিজিৎ এই ‘হেঁশেলের’ দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছেন । এই ‘হেঁশেল’ কিন্তু বাইরে থেকে দেখতে একদমই পাঁচতারা হোটেলের মত নয়। যেখানে পা রাখতে সাধারণ মানুষের পকেট শূন্য হওয়ার ভয়ে বুক কেঁপে উঠবে। হোটেলটি একেবারেই সাদামাটা ও পরিষ্কার পরিচ্ছন্ন।

জানা গেছে, এই হেঁশেলে পাওয়া যাবে পনির, চিকেন, মটনও। দামের সামান্য হেরফের থাকলেও তা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। এখানে একেবারে অল্প খরচে ভরপেট খাবার খেতে পারবেন সকলেই। ইতিমধ্যেই অরিজিতের এই উদ্যোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। সাধারণ মানুষ তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এছাড়াও এলাকার বাচ্চারা যাতে ভালো করে ইংরেজি শিখতে পারে, সেই জন্য তার এলাকায় একটি স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থাও করেছেন অরিজিৎ। এত বড়ো মাপের একজন গায়ক হয়েও মাটির সঙ্গে তাঁর নিবিড় টান দেখে বারবার মুগ্ধ হতে হয়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *