Arijit Singh: এক্কেবারে মাটির মানুষ, আর পাঁচজন বাবা-মার মতো ছেলের স্কুলের গেটে দাঁড়িয়ে অরিজৎ সিং,

Spread the love

বলিউড হোক কিংবা টলিউড সঙ্গীত জগতের বর্তমানে সব থেকে জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত গায়ক হলেন অরিজিৎ সিং। তিনি অসাধারণ সুরের জাদুতে গোটা দেশের মানুষকে মুগ্ধ করেছেন। এত বড় মাপের একজন শিল্পী হওয়া সত্ত্বেও তিনি মাটির মানুষ। অরিজিতের এই সুন্দর স্বভাবের পরিচয় মিলেছে একাধিকবার।

তিনি বলিউডের এক উজ্জ্বল তারকা, তবুও তিনি নাকি গায়ে গেঞ্জি, পায়ে হাওয়াই চটি গলিয়ে ছেলে জুলকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন নিজের চোখে দেখলে হতবাক হতে হয় এই ভেবে, যে ঠিক দেখছি তো? অরিজিতের মতন একজন অতি জনপ্রিয় গায়ক নাকি একেবারেই সাধারণ পোশাকে ছেলের স্কুলের সামনে আর পাঁচজন অভিভাবকের সঙ্গে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটির রীতিমত দর্শকদের মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় মাপের একজন শিল্পী হয়েও কিভাবে নিজেকে এতটা সাধারণ রেখেছেন এখনও? সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। অরিজিতের কন্ঠে মুগ্ধ গোটা বিশ্ববাসী। অরিজিৎ বরাবরই সাধারণ ভাবে জীবন যাপন করতে বেশি পছন্দ করেন। তিনি আর পাঁচটা অভিভাবকের মতোই বহরমপুরের এক স্কুলে ছেলেকে পৌঁছে দিতে গিয়েছিলেন।

তার সাথে নেই কোন বাউন্সার। ঠিক যেন একদম অতি সাধারন একজন মানুষ। অরিজিতের সঙ্গে ছিলেন তার স্ত্রীও। তাকে দেখে বোঝার উপায় নেই, যে তিনি এত বড় মাপের একজন গায়ক। অরিজিৎ মুম্বাইয়ের বিলাসিতা ছেড়ে জিয়াগঞ্জেই থাকতে বেশি ভালোবাসেন। অরিজিত আবারো প্রমাণ করে দিলেন তারকা হয়েও জনগণের মাঝখানে থাকার ইচ্ছে থাকলে থাকা যায়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *