Bajaj Pulsar 400: দেশের বাজার কাঁপাতে আসছে বাজাজ পালজারের ৪০০ সিসির নতুন বাইক, জেনে নিন দাম-ফিচারস

Spread the love

Bajaj Pulsar 400: ভারতের বাজারে বাজাজ পালজারের জনপ্রিয়তা বরাবরই শীর্ষের দিকে। একসময় বাইকের দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল Pulsar 180, Pulsar 220F, এবং NS200-এর মতো বাইকের মডেলগুলি। তবে এই বাইকের জনপ্রিয়তা একসময় থাকলেও তা আজকের দিনে অনেকটাই কমে গিয়েছে।

আর তাই সংস্থার তরফে ট্রায়াম্ফ এবং কেটিএম মডেলগুলি লঞ্চ করতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে ৪০০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল। তবে সংস্থায় পালজার মডেলের উপর ৪০০ সিসি ইঞ্জিন নেই। তবে শোনা যাচ্ছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ পালজার বাইক লঞ্চ হতে চলেছে।

জানা যাচ্ছে, চলতি বছরের শেষে সংস্থা ৬টি পালজার বাইক লঞ্চ করতে চলেছে। আসন্ন ফ্ল্যাগশিপে পালজারের নতুন বাইকে নতুন প্রজন্মের কেটিএম ৩৯০ পাওয়ারট্রেনটি ধার করবে। মনে করা হচ্ছে গাড়ির ৩৯৯ সিসি ইঞ্জিনের ডিসপ্লেস করা হতে পারে ৪০ পিএস পাওয়ার আউটপুটের জন্য।

এছাড়া Bajaj Pulsar 400 বাইকে রয়েছে ইউএসডি ফর্ক, মনোশক সাসপেনশন। এটির ডিজাইনের জন্য 2023 KTM Duke 390, এবং TVS Apache RTR 310-এর মার্কেট লঞ্চ এর কথা ভেবে Bajaj Pulsar 400 বাইকটি একটি নেকেড স্ট্রিট ফাইটার হতে পারে। মনে করা হচ্ছে এই নতুন বাইকের দাম হতে পারে ২.৫ লক্ষ টাকা থেকে ২.৭ লক্ষ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *