5G Speed : চালু হয়ে গেল Airtel 5G, ডাউনলোড স্পিডে টেক্কা দেবে JIO-কেও

Spread the love

শুরু হয়ে গেল এয়ারটেল 5G। এই মাসেই শুরু হয়ে গেছে এয়ারটেল 5G পরিষেবা। এয়ারটেল এই পরিষেবাটি চালু করেছে দিল্লি ,চেন্নাই ও গুরুগ্রাম সহ আরো বেশ কিছু শহরে। এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, ওয়েলকাম অফারের জন্য গ্রাহকেরা Airtel 5G র ফ্রি সার্ভিস উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গত ১ অক্টোবর, থেকেই Airtel 5G Plus সার্ভিস হয়ে গেছে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, বেঙ্গালুরু, বারানসী ও নাগপুরে

গোটা দেশে এই পরিষেবা চালু করতে এখনো প্রায় এক বছর সময় লাগবে বলে জানিয়েছে এয়ারটেল। ইতিমধ্যেই এই পরিষেবা উপভোগ করতে আরম্ভ করে দিয়েছেন যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে।

5G পরিষেবা চালু হলেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর স্পিড কেমন। সূত্রের খবর অনুসারে জানা গেছে, দুর্দান্ত স্পিড দিচ্ছে এয়ারটেল। এই পরিষেবা ব্যবহারকারীরা, ৪৬৫ এমবিপিএস থেকে ৭৩২ এমবিপিএস পর্যন্ত স্পিড পাচ্ছেন।

Knowledge Fact: ডিম আগে না মুরগি আগে? প্রায় ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে নাজেহাল হয়েছেন, আসল রহস্য ফাঁস করলেন বিজ্ঞানীরা

Pirates: কেন জলদস্যুদের এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে? প্রায় ৯০% মানুষই উত্তর বলতে পারেন নি

WB JOBS: রাজ্যের জেলায় জেলায় স্বাস্থ্য দপ্তরের প্রচুর কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতায় এইভাবে করুন আবেদন

Marriage Couple: এই প্রকল্পে প্রতিমাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন বিবাহিত দম্পতিরা! এইভাবে তুলে নিন ফায়দা

এই পরিষেবা ব্যবহার করার জন্য আলাদা করে কোন চার্জ দিতে হবে না। এয়ারটেল 5G পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যেই উপভোগ করতে পারবে শহরের বাসিন্দারা। আলাদা করে এর জন্য কোনো 5G সিমের প্রয়োজন নেই।

এই পরিষেবা 4G সিমেই ব্যবহার করা যাবে। Airtel 5G এর পরিষেবা নির্দিষ্ট কিছু স্মার্টফোনে উপলব্ধ রয়েছে। আইফোনে এখনো এই পরিষেবা চালু হয়নি। অ্যাপেল নতুন আপডেট আগামী ডিসেম্বরের মধ্যে নিয়ে এলে তবেই iphone এ 5G পরিষেবা ব্যবহার করা যাবে।

বর্তমানে সর্বমোট দেশের আটটি শহরে পাওয়া যাচ্ছে এই পরিষেবা। যদি আপনিও এই সংশ্লিষ্ট শহরের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার স্মার্টফোনে 5G সাপোর্ট করে তবে আপনিও ডাউনলোড করে নিতে পারেন Apple app store বা Google Play Store থেকে Airtel thanks app। আপনি এই অ্যাপের মাধ্যমেই দেখে নিতে পারবেন আপনার জন্য এই সুবিধা উপলব্ধ আছে কিনা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *