Interview Question: বলুন তো, ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা খুব মজা নেয়?

Spread the love

ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন কখনও কখনও করা হয় যার জন্য অস্বস্তি ও বিভ্রান্তিতে পড়তে হয় সেই প্রার্থীকে। প্রশ্ন শুনতে খুব কঠিন লাগলেও তার উত্তর হয় জলের মতন সোজা। ইন্টারভিউ যারা নেন তারা মাঝেমধ্যে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করতে এমন কিছু প্রশ্ন করেন যা বেশ অস্বস্তিকর। কিন্তু তার উত্তর শুনলে মোটেও প্রশ্নটিকে ছোটো করে দেখা যায় না। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু প্রশ্ন ও তার উত্তর যা এর আগে বহুবার জিগ্যেস করা হয়েছিল ইন্টারভিউতে।

১. তেলের প্রাচীনতম উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তর- আসাম।
২. সোনা উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি?
উত্তর- কর্ণাটক।
৩. আকাশের তারাগুলো মিটমিট করে কেনো?
উত্তর- আলোর প্রতিসরণের ঘটনার জন্য।
৪. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর- লুই মাউন্টব্যাটেন।
৫. বিশ্বে ঘি ও মাখন উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর- ভারতবর্ষ।
৬. কোন ধরনের কয়লা বানিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয়?
উত্তর- বিটুমিনাস কয়লা।
৭. কোন মালভূমিতে সর্বাধিক খনিজ উৎপাদন হয়?
উত্তর- ছোটোনাগপুর মালভূমিতে। এটিকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়।
৮. চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তর- কেরালা।
৯. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
উত্তর- ভিটামিন-কে।
১০. একটি অধাতু খনিজ সম্পদের নাম কী?
উত্তর- চুনাপাথর।
১১. ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে?
উত্তর- গৌতম বুদ্ধ।
১২. আন্দামান দীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তর- পোর্ট ব্লেয়ার।
১৩. হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন?
উত্তর- শশাঙ্ক।
১৪. বিমান তৈরির শিল্পে কোন ধরনের খনিজ ব্যবহার করা হয়?
উত্তর- বক্সাইট।
১৫. ছেলেদের কোন জিনিসের উপর বসে মেয়েরা মজা নেয়?
উত্তর- বাইক কিংবা গাড়ি। বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *