TVS Raider 125: মাঝপথে তেল শেষ হলে নিজেই নিয়ে যাবে পেট্রোল পাম্প! সবচেয়ে সস্তায় দুর্দান্ত লুক সহ অত্যাধুনিক ফিচারস নিয়ে লঞ্চ করল TVS

Spread the love

বাইক প্রেমিদের জন্য TVS নিয়ে এলো দারুন খবর।TVS ভারতবর্ষের অন্যতম বিখ্যাত বাইক নির্মাতা কোম্পানি। এই সংস্থার টু হুইলার গুলো বাজারের লঞ্চ হয়ে দেশের বাজারে রাজ করে বেড়াচ্ছে। আগের বছরের শেষের দিকে টিভিএস বাজারের লঞ্চ করেছিল তাদের নতুন বাইক TVS Raider 125। সম্প্রতি এই সংস্থাটি এই বাইকটির একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। সেই বাইকটিতে অনেক নতুন নতুন ফিচারস যুক্ত করা হয়েছে।

টিভিএসের এই নতুন বাইকটির দাম রাখা হয়েছে 99,990 টাকা। একটি ৫ ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে এই নতুন বাইকটিতে। অন্যান্য ভেরিয়েন্টগুলোতে কেবলমাত্র ডিজিটাল LCD ডিসপ্লে রয়েছে।

নতুন ভেরিয়েন্টটির ডিসপ্লের বিশেষত্ব: একটি ৫ ইঞ্চির TFT ডিসপ্লে যুক্ত করার সাথে সাথে অনেকগুলি দুর্দান্ত ফিচারসও যুক্ত করা হয়েছে Rider 125 Smartxonnect এ। আপনি আপনার স্মার্টফোনের সাথেও এই TFT ডিসপ্লে কানেক্ট করতে পারবেন। আবহাওয়ার পূর্বাভাস ,নেভিগেশন ও বিজ্ঞপ্তি সতর্কতা এই সবকিছুই ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন।

এই ডিসপ্লেটির বিশেষত্ব হল যদি আপনার জ্বালানি কম থাকে তবে নিজে থেকেই আপনার নিকটের পেট্রোল পাম্পে যাওয়ার পথ দেখাবে এটি। এছাড়াও এটিতে ভয়েস রিকগনিশনের সুবিধাও রয়েছে। নিজের সুবিধার্থে আপনি বাইকটিকে নিজের ভয়েসের মাধ্যমে কমান্ড দিতে পারেন। এছাড়াও আপনি TFT স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও কমাতেও পারবেন।

Online Part Time Jobs: এই শিক্ষা থাকলেই আপনি ঘরে বসে আয় করতে পারবেন সহজেই, কম সময়ে

Sixth Ocean: ছয় নম্বর মহাসাগর কোথায় রয়েছে এবং কিভাবে পাওয়া গেল এর সন্ধান?

NASA: পৃথিবীকে বাঁচাতে নাসার এই যান চূর্ণবিচূর্ণ করে দিল গ্রহাণুকে, দেখুন সম্পূর্ণ ভিডিওটি

Morgan House: ভূত চতুর্দশী রাতে গা ছমছমে অভিজ্ঞতা উপভোগ করতে চান? তবে ঘুরে আসুন এই জায়গায়

এই বাইকটি দেখতে খুবই আকর্ষণীয়। বাইকটিকে অন্যান্য বাইকের থেকে আলাদা করে এই বাইকটির রোবটিক স্টাইলের হেডল্যাম্প, অ্যারোডায়নামিক ডিজাইন। এছাড়া বাইকটিতে একটি 124.8CC এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এছাড়াও বাইকটিতে রয়েছে ৫টি গিয়ার বক্স। এছাড়াও এটিতে 7,500rpm এ 11.2bhp এবং 6,000rpm এ 11.2Nm এর পিক টর্ক উৎপন্ন করে।


Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *