Best Reacharge: ২ হাজার জিবি ডেটা সহ ফ্রী OTT, বাম্পার অফার নিয়ে এলো BSNL

Spread the love

বর্তমানে Jio, Airtel, Vi কে রীতিমতো প্রতিযোগিতায় ফেলে দিয়েছে রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা BSNL(Bharat sanchar Nigam Limited)। বিশেষত, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই স্বল্পমূল্যে একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে বিএসএনএল। এর ফলে গ্রাহকরা খুব সহজেই আকৃষ্ট হচ্ছেন BSNL এর প্রতি।

এছাড়াও এর পাশাপাশি, গ্রাহকরা BSNL -এর ব্রডব্যান্ড প্ল্যানগুলিও খুবই পছন্দ করেন।কারণ BSNL- এর ব্রডব্যান্ড প্ল্যানগুলির খরচ অনেকটাই কম এবং এর সুবিধাও বেশি। তবে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো BSNL-এর দুর্দান্ত এবং অত্যন্ত আকর্ষণীয় প্ল্যানগুলির সম্পর্কে।

প্ল্যানগুলি হল: আজকে যে প্ল্যানটি সম্পর্কে জানাবো সে প্ল্যানটির দাম হল ৭৭৫ টাকা। এই প্ল্যানটিতে BSNL ভারত ফাইবারের তরফ থেকে পরিষেবা দেওয়া হবে ৭৫ দিনের জন্য। এটি একটি প্রমোশনাল অফার।এই অফারটি উপলব্ধ কেবলমাত্র সীমিত সময়ের জন্যই। আপনি যদি এই প্ল্যানটি সক্রিয় করতে চান তবে আপনার কাছে সময় রয়েছে আগামী ১৫ই নভেম্বর ২০২২ পর্যন্ত। কিন্তু আপনি যদি ১৬ই নভেম্বর এই প্ল্যানটি সক্রিয় করতে চান, তাহলে কিন্তু সেটি সম্ভব নয়।

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Flipkart-এ নয়া নিয়ম, এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ

প্ল্যানের সুবিধাগুলি হল: গ্রাহকেরা একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে। এই প্ল্যানটিতে প্রতিমাসে গ্রাহকদের 2GB পর্যন্ত ডেটার সুবিধা প্রদান করা হচ্ছে। এর ইন্টারনেট স্পিডও দুর্দান্ত। এছাড়াও নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকেরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শুধুমাত্র এই ক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কিছুটা কমে যাবে। এছাড়াও এই প্ল্যানে রয়েছে অনেকগুলি বিনামূল্যের OTT সাবস্ক্রিপশন। যেমন-SonyLIV,ZEE5 এবং VOOT এর মত প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই প্ল্যানে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *