TATA: সুখবর, সবথেকে সস্তার ইলেকট্রিক কার নিয়ে এল TATA

Spread the love

প্রায় সব মানুষেরই স্বপ্ন থাকে নিজের বাড়ি ও নিজের গাড়ি কেনার। কিন্তু অনেকেই নিজেদের আর্থিক অনটনের কারণে নিজেদের সেই স্বপ্নপূরণ করতে অক্ষম থাকেন। আবার কেউ কেউ তাদের আর্থিক স্বচ্ছলতার কারণে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষেরই গাড়ি কেনার ক্ষমতা থাকে না। এবার আর সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন সব মানুষের কাছেই গাড়ি থাকবে।

মাত্র ২ টাকার পুরনো নোটের বদলে পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা! এইভাবে জিতে নিন ফায়দা

TVS Motor Bike: বাজার কাঁপাতে ১২৫ সিসি ইঞ্জিনের সাথে লঞ্চ হল TVS Fiero 125 এই দুর্ধর্ষ বাইকটি, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Sixth Ocean: ছয় নম্বর মহাসাগর কোথায় রয়েছে এবং কিভাবে পাওয়া গেল এর সন্ধান?

Anand Mahindra: এবার বাড়ির ছাদে এই মেশিন বসালেই বিনামূল্যে মিলবে বিদ্যুৎ!

আজকের এই প্রতিবেদনে এমন এক দুর্দান্ত খবর নিয়ে এসেছি আমরা যা শুনে আপনারা চমকে উঠবেন। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে যাদের গাড়ি কেনার ক্ষমতা নেই তাদের জন্য এলো এক দুর্দান্ত খবর। এক্ষেত্রে ভরসা একমাত্র টাটা কোম্পানি। ভারতের বাজারে রতন টাটা (Ratan Tata) একসময় নিয়ে এসেছিলেন টাটা ন্যানো গাড়ি। তার উদ্দেশ্য ছিল যাতে আমেরিকার মতো ভারতের প্রত্যেক ব্যক্তি বাড়ি কিনতে পারে।

কিন্তু তার এই উদ্দেশ্য সফল হলো না রাজনৈতিক চক্রান্তের কারণে। কিন্তু এবার আরও একবার একদম নতুন রূপে বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। আগে এই গাড়িটি চলতো পেট্রোলে। কিন্তু এখন পেট্রোলের দাম আকাশছোঁয়া। তাই এটিকে ইলেকট্রিক গাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস ভবিষ্যতের কথা চিন্তা করে। এই খবরটি রতন টাটা নিজেই ঘোষণা করেন। ইতিমধ্যেই টাটা মোটরস ৭৫০০ কোটি টাকা ইনভেস্ট করেছে তাদের বৈদ্যুতিক গাড়ির ব্যবসা আরো বৃদ্ধি করার জন্য।

টাটা মোটরস আগামী পাঁচ বছরে আরও ১০ খানা ইলেকট্রিক গাড়ি বাজারে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। Altroz এবং Tiago গাড়ি মার্কেটে লঞ্চ করবে টাটা মোটরসের ইলেকট্রিক গাড়ির হ্যাচব্যাক সংস্করণ হিসেবে। এছাড়াও Jaguar Land Rover ও ৬ টি নতুন ইলেকট্রিক Land Rover SUV বাজারের লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস। রতন টাটা নিজেই প্রথম সওয়ারি করেন টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন কাস্টম -মেড 72V তে। এই ন্যানো গাড়িটির মূল্য রাখা হয়েছিল এক লাখ টাকার মধ্যেই। তাই আশা করা যাচ্ছে, নতুন গাড়িটির মূল্য আগের গাড়িটির দামের আশেপাশেই হবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *