Bajaj Pulsar NS160: চমৎকার মাইলেজ, বাজার কাঁপাতে হাজির হল ১৬০ সিসির Bajaj Pulsar NS160 বাইক, দাম বাজেটের মধ্যেই

Spread the love

Bajaj Pulsar NS160: বাজাজের একটি জনপ্রিয় ও দুর্দান্ত একটি বাইক হল Bajaj Pulsar NS160। এটি অনেকের যেমন পছন্দের বাইক তেমনি এটি সম্পর্কে অনেকেই বিস্তারিত জানেন না৷ তাই গাড়িটি কেনা থেকে অনেকে বিরত থাকেন৷ আবার গাড়ির দাম শুনেও কেউ কেউ এগোতে চান না। তবে আজকের প্রতিবেদনে রইল এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য।

গাড়িতে রয়েছে ১৬০.৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৯০০০ আরপিএম-এ ১৭.২ পিএস শক্তি ও ৭২৫০ আরপিএম-এ ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া রয়েছে ফ্রন্ট সাসপেনশন আপসাইড ডাউন ফর্ক, রিয়ার সাসপেনশন নিট্রক্স মনোশক অ্যাবসর্বার। গাড়ির দুই চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। টিউবলেস টায়ার রয়েছে। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১২ লিটার এবং মাইলেজ প্রতি লিটারে ৪৫ থেকে ৫০ কিলোমিটার।

গাড়িটি পাওয়া যাবে ইবোনি ব্ল্যাক, মেটালিক হোয়াইট, পিউটার গ্রে, ককটেল ওয়াইন রেড রঙে। গাড়িটিতে আরও যে যে ফিচার্সগুলি রয়েছে তা হল আপসাইড ডাউন ইউএসডি ফর্ক যা বাইক চালককে গাড়িটি সুষ্ঠুভাবে চালানোয় সাহায্য করবে। বাইকে রয়েছে অয়েল কুলিং সিস্টেম।

গাড়ির অন রোড দাম বাজেট ফ্রেন্ডলি। গাড়ির ডুয়াল চ্যানেল এবিএস ফিচার্স এটিকে প্রতিযোগী করে তোলে। বাজাজের এই গাড়িটির অন রোড দাম নির্ভর করছে জায়গা, ট্যাক্স সহ আরও একাধিক জিনিসের উপর। অফিশিয়াল ওয়েব সাইট জানাচ্ছে গাড়িটির এক্স শোরুম মূল্য ১,৩৬,৭৩৬ টাকা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *