Banana-Egg Recipe: কলার সাথে ২টো ডিম দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই দুর্দান্ত স্বাদের রেসেপি, একবার খেলে বার বার খেতে চাইবেন

Spread the love

প্রতিদিন সকালে পেট ভরে খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ব্রেকফাস্ট ঠিক করে না করলে শরীরের ক্ষতি হয় ।কিন্তু রোজ রোজ একই জল খাবার খেতে ইচ্ছা করে না কারোরই ।ছোটদের আবদার হয় নুডলস কিংবা ওই ধরনের কিছু খাবারের। কিন্তু মায়েরা সবসময় হেলদি কিছু খাবারের রেসিপি খুঁজতে থাকে। তারা হেলদি কিছু খাওয়াতে চায় জলখাবারে বাচ্চাদের। আজকে সেই হেলদি এবং টেস্টি খাবারের মজার Banana-Egg রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব।

চলুন জেনে নিই কি কি উপকরণ লাগছে এই মজার রেসিপিটি তৈরি করতে….

উপকরণ:

কলা
ডিম
চিনি
নুন
সাদা তেল
বেকিং পাউডার

খাবারটি তৈরীর প্রণালী:

১.প্রথমে একটি মিক্সিং বোলে ২টি কলা, ২টি ডিম,১/২ কাপ চিনি, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে কোন লামস না থাকে।

২. এরপর এক কাপ ময়দা মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ১/২ চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে।

এরপরেই কড়াইতে সাদা তেল গরম করে অল্প অল্প ব্যাটার দিয়ে তেলে ছেড়ে দিতে হবে ।এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি দুর্দান্ত স্বাদের এই জলখাবার।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *