Samsung Galaxy A23: ২৪ হাজার টাকার Samsung Galaxy A23 কিনুন মাত্র ৪,১৯৯ টাকায়, বছর শেষে Amazon-এর ধামাকাদার অফার

Spread the love

স্মার্টফোনের সাম্রাজ্যে এক অন্যতম সম্রাট হল Samsung। যার প্রিমিয়াম রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ সবেতেই সে সেরার সেরা। যেকোনো রেঞ্জের সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স যুক্ত ফোন পেতে গেলে সকলের প্রথম পছন্দ হয় Samsung। আর samsungও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে একাধিক নতুন ফোন লঞ্চ করে চলেছে। তবে সম্প্রতি বছর শেষের পূর্বেই amazon, samsung এর ফোনের ওপর দিচ্ছে বিশাল ছাড়।

আর মাত্র তিনটে দিন তারপরেই একটি নতুন বছরে পা দিতে চলেছি আমরা। আর সেই নতুন বছরে পা দেওয়ার আগে Amazon নিয়ে এলো Samsung Galaxy A23 ফোনের ওপর বিশাল ডিসকাউন্ট। Samsung Galaxy A23 ফোনটির আসল মূল্য ২৩,৯৯৯ টাকা হলেও amazon এর বিশেষ ডিসকাউন্ট এর ফলে এই ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র ৪,১৯৯ টাকায়। কিন্তু কিভাবে এত কমে পাবেন ফোনটি কিনবেন তা জানতে সম্পূর্ণ পড়ুন প্রতিবেদনটি।

Amazon Samsung Galaxy A23, ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টের ওপর দিচ্ছে ২৩ শতাংশ ছাড়। এই ফোনটির বর্তমান মূল্য ২৩,৯৯৯ টাকা হলেও ২৩ শতাংশ ছাড়ের পর এর মূল্য এসে দাড়িয়েছে ১৮,৪৯৯ টাকায়। তবে শুধুমাত্র ২৩ শতাংশ ছাড়ই নয়, এর সাথে সাথে রয়েছে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে অফার। যেমন আপনার কাছে যদি SBI এর ক্রেডিট কার্ড থেকে থাকে তবে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজেকশন করলেন পাবেন অতিরিক্ত ১০০০ টাকার ডিসকাউন্ট।

এছাড়া আপনার কাছে যদি কোটাক AU স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে তাতেও পাবেন অতিরিক্ত ১০০০ টাকার ছাড়। এছাড়া সিটি ইউনিয়ন ব্যাঙ্ক মাস্টার কার্ড ডেবিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত টাকা ৩০০ টাকা ডিসকাউন্ট। এই সমস্ত ডিসকাউন্ট যোগ করলে আপনার Samsung Galaxy A23 ফোনটির দাম এসে দাঁড়াবে ১৭,৪৯৯ টাকায়।

এখানেই শেষ নয় এর পরেও হয়েছে মোটা অংকের ডিসকাউন্টের সুবিধা। কারণ এই সমস্ত ডিসকাউন্টের সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ অফার। আর এই এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা আপনি যদি নিতে পারেন তবে আপনার Samsung Galaxy A23 ফোনটির দাম এসে দাঁড়াবে মাত্র ৪,১৯৯ টাকা। এত কম দামে এই দুর্দান্ত স্পেসিফিকেশন যুক্ত এই অসাধারণ ফোনটি আপনি যদি কিনতে চান তবে এটিই তার আদর্শ সময়।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *