বছরের পর বছর গাড়ি থাকবে একেবারে নতুন চকচকে, জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি

Spread the love

বর্তমান সময়ে কমবেশি সকলের কাছেই গাড়ি রয়েছে। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় গাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়। কারণ, গাড়ি কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয় তা অনেকেই জানেন না। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে গাড়ি থাকবে একেবারে নতুন বছরের পর বছর।

১) গাড়ি কখনো ডিটারজেন্ট দিয়ে ধোয়া উচিত নয়। কারণ এতে থাকা রাসায়নিক পদার্থ রং’কে হালকা করে দেয়। তাই গাড়ি ধোয়ার সময় সবসময় শ্যাম্পু ব্যবহার করা উচিৎ।

২) গাড়ি যদি কখনো ভিজে যায় তাহলে সবসময় নরম সুতির কাপড় ব্যবহার করবেন মোছার জন্য। কখনোই খসখসে কাপড় ব্যবহার করবেন না এতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে।

৩) সূর্যের প্রখর তাপ থেকে বাঁচিয়ে গাড়িকে সবসময় ছায়া রাখার চেষ্টা করবেন। কারণ, অতিরিক্ত রৌদ্রে গাড়ির উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

৪) গাড়িতে ওয়াক্সিং করা ভীষণই জরুরী। কারণ, সেটা সূর্যের আলো থেকে গাড়িকে রক্ষা করে। এর ফলে বহু বছর পর্যন্ত গাড়ি নতুনের মতো লাগে দেখতে।

৫) সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য গাড়িতে আল্ট্রাভায়োলেট সুরক্ষাযুক্ত পলিশ ব্যবহার করা যেতে পারে। এটি গাড়ির রং’কে নতুনের মতোন রাখে।

৬) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দু’মাস অন্তর অন্তর গাড়িকে একবার হলেও সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া দরকার। যার ফলে কোনো অভ্যন্তরীণ সমস্যা হলে সেগুলি ঠিক করা যাবে। দীর্ঘদিন গাড়ি ফেলে রাখলে অভ্যন্তরীণ সমস্যা বাড়তে পারে।

Lifestyle: ভুলেও উপহার হিসেবে এই ৫টি জিনিস কাউকে দেবেন না এবং নেবেন না, জানুন কি কি

Hair Care: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? সমস্যা থেকে মুক্তি পেতে লাগান এই পাতা

Potol Bharta: একথালা ভাত হবে নিমিষে ফিনিশ, যদি পাতে পরে পটলের এই ইউনিক ডিস, দেখুন রেসেপি


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *