লাগবে না AC, গোটা বাড়ি কনকনে ঠাণ্ডা রাখতে লাগান শুধু এই ছোট্ট যন্ত্র!

Spread the love

ধীরে ধীরে গরমের দাপট বেড়ে চলেছে। গরমের দাবদাহে নাজেহাল বঙ্গ। গরম থেকে বাঁচতে সকলেই বাড়িতে এসি লাগাচ্ছেন। ঘর ঠান্ডা রাখতে ও শরীরের আরাম দিতে এসি এখন প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। কিন্তু এই এসি যথেষ্ট ব্যয়বহুল। এই কারণে এটি সকলের সামর্থ্যের মধ্যে হয়ে ওঠে না। কিন্তু অনেকে কষ্ট করে একটি এসি কিনতে পারেন। কিন্তু একটি এসিতে একটি ঘরই ঠান্ডা হয়। প্রতিটি ঘরে এসি লাগানো সম্ভব হয় না। কারণ তাতে প্রচুর টাকা ব্যয় হয়।

তবে এই মুশকিলের সমাধান চলে এসেছে বাজারে। আর কোনো চিন্তা নয়, এবার একটি যন্ত্রই আপনার গোটা বাড়িকে ঠান্ডা রাখবে। প্রত্যেকটি ঘরের জন্য আলাদা করে এসি কিনতে হবে না৷ প্রতিটি ঘরে এসি বসানোর চাইতে অনেকে সেন্ট্রাল এসির জন্য টাকা খরচ করা বুদ্ধিমানের কাজ বলে বিবেচনা করেন। সেন্ট্রাল এসি প্রতিটি ঘরকে ঠান্ডা রাখতে সক্ষম। বাড়ির ছাদে বা বেসমেন্টে এই এসি বসানো যেতে পারে।

এরফলে গোটা বাড়ির তাপমাত্রা একইরকম থাকবে। এটি যেখানে প্রয়োজন সেখানে শীতল ভেন্ট সরবরাহ করতে পারে। এই সেন্ট্রাল এসির ফলে আপনার বাড়ির প্রতিটি ঘরের তাপমাত্রা একই থাকবে। এই কারণে সাধারণ এসির তুলনায় সেন্ট্রাল এসির দাম অনেক বেশি হয়। আপনার বাড়িতে প্রতিটি ঘরে এসি বসাতে যতটা খরচা হবে সেখানে একটি সেন্ট্রাল এসি কিনতে খরচ হবে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা।

সেন্ট্রাল এসি ৫ টনের হয়ে থাকে। তবে এটি প্রয়োজন মতন ১০ থেকে ১৫ টন পর্যন্ত কেনা যায়। দাম যত বেশি হবে ততই ঠান্ডা রাখবে ঘর। তবে এই এসি বসানোর আগে ইলেকট্রিশিয়ানকে একবার জিগ্যেস করে নেওয়া উচিত। তিনিই বলে দেবেন কতটা পাইপ ও তারের প্রয়োজন হবে। বর্তমানে বাজারে O Gernal, LlOYD কোম্পানিগুলি সেন্ট্রাল এসি বিক্রি করছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *