Electric Bill Tips: দ্রুত কমবে বাড়ির ইলেকট্রিক বিল, কিনুন এই ছোট্ট ম্যাজিক ডিভাইস

Spread the love

গরম পরলো মানে মধ্যবিত্তদের ভয়, এই বুঝি ইলেকট্রিক বিল বেশি এলো! মাসের প্রথমেই ভয় লাগে যে ইলেকট্রিক বিল কি আসতে চলেছে! আর এই ভয়ের কথা ভেবেই অনেকেই এসি ফ্রিজ মাঝে মাঝে বন্ধ রাখেন। খুব প্রয়োজন না হলে এসি ব্যবহার করেন না। কিন্তু জানেন কি এই একটা জিনিস থাকলে বাড়ির বিল কম আসবেই। কি সেই জিনিস!

চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি চান আপনার বাড়ির ইলেকট্রিক বিল নিয়ন্ত্রণে থাকুক তাহলে আপনাকে বাড়ির মিটারের পরে একটি ভোল্টেজ নিয়ন্ত্রণকারী স্টেবিলাইজার ইনস্টল করতে হবে। এতে আপনার বিদ্যুৎ বিল তো কম আসবেই তার সাথেই নিরাপদ থাকবে এসি ফ্রিজ এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি। অনেকসময় দেখা যায় বৈদ্যুতিক ভোল্টেজ আপ ডাউন করছে। সেক্ষেত্রে বাড়ির ব্যবহার করা বিভিন্ন ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়।

এ সমস্যার হাত থেকে রক্ষা পেতে ভোল্টেজ স্টেবিলাইজার সাহায্য করে। এক কথায় স্টেবিলাইজার এর কাজ বৈদ্যুতিক সরবরাহকে স্থিতিশীল অবস্থায় রাখা। এরই পাশাপাশি উচ্চ ভোল্টেজের কারণে মিটারেরও ক্ষতি হয়। এতে আপনার বিদ্যুতের বিলের উপর প্রভাব পড়ে। আপনার অজান্তেই বিদ্যুতের বিল বেড়ে যেতে থাকে। এমন পরিস্থিতিতে স্টেবিলাইজার আপনার বাড়ির ভোল্টেজ নিয়ন্ত্রণে রাখবে। আসলে স্টেবিলাইজারে একটি ট্রান্সফর্মার থাকে যা একটি চুম্বক ক্ষেত্র তৈরি করে ভোল্টেজকে আপ ডাউন হওয়া থেকে রক্ষা করে।

এই ডিভাইসগুলি বিভিন্ন ক্ষমতায় আসে আপনার প্রয়োজন অনুসারে সেগুলি কিনতে পারেন। এই বৈদ্যুতিক স্টেবিলাইজার শুরু হয় ১ কিলোওয়াট থেকে। বাড়িতে চাইলে কমপক্ষে পাঁচ কিলোওয়াট এর একটি স্টেবিলাইজার ইনস্টল করতে পারেন। তবে হ্যাঁ স্টেবিলাইজার কেনার আগে অবশ্যই এই বিষয়ে টেকনিশিয়ানের পরামর্শ নিন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *