Night Skin Care: ত্বক হবে দুধের মত ফর্সা, ঘরোয়া পদ্ধতি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত নাইট ক্রিম

Spread the love

রাতের বেলায় ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। রাতের বেলায় শোয়ার আগে যদি মুখে ভালো করে নাইট ক্রিম লাগানো হয় তাহলে ত্বক হয়ে উঠবে আরো জেল্লাদার ও সুন্দর। এছাড়াও নাইট ক্রিম ত্বকের ওপরে হওয়া কালো দাগ দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে তোলে।

আমরা প্রায় সকলেই আমাদের ত্বকের যত্নের জন্য নামিদামি ব্রান্ডের নাইট ক্রিম ব্যবহার করে থাকি। কিন্তু বাজার থেকে কেনা নাইট ক্রিমে অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে। ফলে ত্বকের ক্ষতিও হতে পারে। তাই এবার মাত্র দুটি উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন, একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি অসাধারণ নাইট ক্রিম।

নাইট ক্রিম তৈরির জন্য প্রথমে যে উপকরণটি প্রয়োজন তা হল অ্যালোভেরা জেল। কিন্তু অনেক সময় অ্যালোভেরা জেল অনেকের ত্বকে সহ্য হয় না। তাই এইক্ষেত্রে ফ্ল্যাক্স সিড জেল অথবা তিসির বীজের জেল ব্যবহার করতে পারেন। তিসি বীজের তেল সহজেই বাড়িতে তৈরি করা যায়। তিসির বীজ জলের মধ্যে ফুটিয়ে গরম গরম অবস্থায় ছেঁকে নিলেই সুন্দর থকথকে জেল পাওয়া যায়।

Jaggery: খাঁটি গুড় চিনবেন কিভাবে? এই ৩টি উপায় মাথায় রাখলেই সহজেই চিনে যাবেন আসল-নকল গুড়ের পার্থক্য

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Beauti Tips: মাত্র একবার চুমু খেলেই বাড়বে ত্বকের দারুণ জেল্লা! কিভাবে দেখুন

Farming Tips: লাগবে না জমি, এইভাবে বাড়ির টবেই চাষ করুন পেঁয়াজ, রইল সহজ পদ্ধতি

এই উপাদানটি প্রতিদিন রাতে শোয়ার আগে নিয়ম করে মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। এটি ক্রমাগত সাত দিন করুন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বক কতখানি সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠেছে। অ্যালোভেরা জেল অথবা ফ্ল্যাক্স সিড বার্ধক্যজনিত সমস্যার হাত থেকে রক্ষা করে।

এই জেলটি আপনার ত্বককে জেল্লাদার ও ফর্সা করে তুলতে সাহায্য করবে। সপ্তাহের সাত দিন পরপর এই জেলটি ব্যবহার করুন। পার্থক্যটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *