HONDA: Hero Splendor-কেও হার মানাবে HONDA কোম্পানির এই নতুন বাইক, জেনে নিন দাম ও ফিচারস

Spread the love

ভারতীয় বাজারে হিরো স্প্লেন্ডার খুবই জনপ্রিয় একটি বাইক। আপনি এতে পাবেন দুর্দান্ত মাইলেজ। বাইকটির দাম একেবারে সাধ্যের মধ্যে থাকার কারণে ভারতীয় বাজারে খুব জনপ্রিয় হয়েছে এই বাইকটি। ভারতীয় বাজারে এই বাইকটি লঞ্চ হওয়ার পর থেকেই সাধারণ মানুষ বাইকটিকে খুব পছন্দ করছেন। এছাড়াও এই বাইকটির দাম সাধ্যের মধ্যে হওয়ার কারণে সবারই প্রথম পছন্দ হয়ে উঠেছে বাইকটি।

এবার এই হিরো স্প্লেন্ডারকে টেক্কা দিতে আসছে হোণ্ডা কোম্পানি। ভারতীয় বাজারে গ্রাহকদের কথা মাথায় রেখে হোন্ডা কোম্পানি একটি সুপার অ্যাগ্রেসিভ ১০০ সিসির বাইক লঞ্চ করতে চলেছে। এই নতুন বাইকটি হিরো স্প্লেন্ডারকে রীতিমতো কঠিন প্রতিযোগিতায় ফেলে দিতে পারে।

সম্প্রতি Honda 2 wheeler India ভারতীয় বাজারে তাদের নতুন ১০০ সিসি বাইক আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি Honda এর প্রেসিডেন্ট, CEO এবং ম্যানেজিং ডিরেক্টর, Atsushi Ogata জানিয়েছেন, যে কোম্পানিটি এই মুহূর্তে একটি সস্তা মডেল নিয়ে কাজ করছে। এই নতুন বাইকটি ২০২৩ সালের মধ্যে লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।

Money Tree: মানি প্ল্যান্টের চেয়েও বেশি কার্যকারী এই বিশেষ গাছ, পকেট থাকবে সর্বদা ভরতি

Local Train: ৩ জন নাকি ৪ জন, লোকাল ট্রেনে একটি সিটে কজন বসতে পারবেন? নিয়ম জানাল ভারতীয় রেল

Baaz Bikes: বাজার কাঁপাতে লঞ্চ করলো ১০০ কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র ৩৫ হাজার টাকা!

Paytm: প্রতিমাসে ঘরে বসেই Paytm থেকে রোজগার করুন ৩০ হাজার টাকা! এইভাবে তুলে নিন ফায়দা

অনুমান করা হচ্ছে, এই নতুন মডেলটির দাম একেবারে সাধ্যের মধ্যে হতে চলেছে। এই নতুন মডেলটির দাম হতে পারে ৭০ হাজার টাকারও কম। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে, যে হোন্ডা কোম্পানি যে নতুন বাইকটি লঞ্চ করতে চলেছে তার মাইলেজ যেমন দুর্দান্ত হবে তেমনি এর দাম থাকবে গ্রাহকদের সাধ্যের মধ্যেই।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *