Honda: Yamaha-র জনপ্রিয় স্কুটারকে টেক্কা দিতে মার্কেটে 150cc নতুন স্কুটার লঞ্চ করল Honda, জেনে নিন দাম ও ফিচারস

Spread the love

সম্প্রতি হোন্ডা ভিয়েতনামের বাজারে একটি নতুন মডেলের ম্যাক্সি স্কুটার লঞ্চ করেছে। স্কুটারটির নাম রাখা হয়েছে Honda Winner X Sports। স্কুটারটির প্রতিদ্বন্দ্বী মডেল গুলির মধ্যে অন্যতম হলো Yamaha Aerox 155। নতুন Winner X Sports-এর ফিচারের মধ্যে রয়েছে, শার্প এবং অত্যাধুনিক ডিজাইন, একটি স্প্লিট এলইডি হেডল্যাম্প এবং স্লিক টেল সেকশন। স্কুটারটি হাজির হয়েছে রেড, ব্লু এবং হোয়াইট পেইন্ট স্কিমে।

নতুন হোন্ডা উইনার এক্স স্পোর্টসে একটি ১৫০ সিসি লিকুইড কল্ড সিঙ্গেল সিলিন্ডার মোটর দেওয়া হয়েছে। যা থেকে ১৫.৪ বিএইচপি শক্তি এবং ১২.৮১ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে, Yamaha Aerox 155-এ রয়েছে একটি ১৫৫ সিসি ইঞ্জিন, যা থেকে ১৪.৭৯ বিএইচপি পাওয়ার এবং ১৩.৯ এনএম টর্ক উৎপন্ন হয়।

uttjfj

নতুন Honda Winner X Sports স্কুটারটির সামনে দেওয়া হয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক এবং এর পিছনে রয়েছে অ্যাডজাস্টেবল শক । এছাড়াও স্কুটারটির সামনে ও পিছনে ব্রেকিংয়ের জন্য এবিএস সহ পেট্রোল ডিস্ক দেওয়া হয়েছ। এছাড়াও এতে আবার দেখা মিলেছে সোনালী রঙের অ্যালয় হুইলের।

oo

Gas Cylinder: সিলিন্ডারে গ্যাস কতটা বেঁচে আছে? চটজলদি বুঝে যাবেন এই সহজ উপায়ে

IPhone 15 Ultra: এই প্রথম ডুয়েল সেলফি সহ ক্যামেরার সাথে লঞ্চ করতে চলেছে IPhone 15 Ultra, ফাঁস হল দাম ও ফিচারস

Top 5 250cc Bikes: সাধ্যের মধ্যে সাধ পূরণ, দেশের সবচেয়ে সস্তা 250cc-র এই ৫টি বাইক

Gangtok Tour: পর্যটকদের জন্য সুখবর, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যান আরও সহজে!

স্কুটারটির ওজন ১৫৫ কেজি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ মিমি। এছাড়াও স্কুটারটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৪.৫ লিটার। ভারতীয় মুদ্রায় স্কুটারটির মূল্য প্রায় ১.৬ লক্ষ টাকা। তবে ভারতে এই স্কুটারটি লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *