Indian Railways: দেশের সবচেয়ে ৫টি নোংরা রেল স্টেশন, যেখানে একবার গেলে বমি ঠেলে আসবে!

Spread the love

লক্ষ লক্ষ ভারতবাসীর কাছে প্রতিদিন গণপরিবহনের ক্ষেত্রে সফরের অন্যতম ভরসা ভারতীয় রেলপথ। অত্যন্ত স্বল্প খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে রেলের বিকল্প নেই। মূলত দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রথম পছন্দ রেল। ভারতীয় রেল কর্তৃপক্ষ দেশের রেল পরিষেবাকে উন্নত করতে প্রায়ই নিত্যনতুন পরিকল্পনা নিতেই থাকছে।

এছাড়াও যাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে একাধিক পরিষেবাও। তবে অনেকেই ট্রেনে ভ্রমণ করার সময় স্টেশন চত্ত্বর খুবই নোংরা করেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো দেশের সবথেকে নোংরা কয়েকটি স্টেশনের বিষয়ে।

ক)পেরুঙ্গলাথুর: তামিলনাড়ুতে অবস্থিত এই স্টেশনটি আমাদের দেশের সবথেকে নোংরা স্টেশন নামে পরিচিত। রেলের স্বচ্ছতা পোর্টালের পক্ষ থেকে এই তথ্য পাওয়া গেছে।

খ)কানপুর সেন্ট্রাল: দেশের দ্বিতীয়তম নোংরা স্টেশন হলো উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল। কানপুরের শুধু স্টেশনেই নয়, দেশের দূষিত শহরগুলির মধ্যে কানপুর শহরটিও পড়ে।

গ)পাটনা: বিহারের পাটনা রয়েছে এই তালিকায় তৃতীয় স্থানে। কি নেই এই স্টেশনে। পান-গুটখার পিক থেকে শুরু করে আবর্জনা এবং ড্রেনের সমস্যাও রয়েছে এখানে।

ঙ)ভেলাচেরি রেলস্টেশন: তামিলনাড়ুতে অবস্থিত এই স্টেশনটি এতটাই নোংরা যে এখানে কেউ ভ্রমণ করতেও যেতে চায়না।

চ)আরারিয়া স্টেশন: বিহারের নোংরা স্টেশনগুলোর মধ্যে এটি হলো অন্যতম। এই স্টেশনে এতই নোংরা যার কারণে মানুষের ভিড়ও অনেক কম এখানে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *