itel S23+ and itel P55 5G: বাজেট কম কিন্তু 5G ফোন কেনার শখ? চিন্তা নেই, মাত্র ১০ হাজার টাকায় কিনুন এই দুটি 5G স্মার্টফোন

Spread the love

itel S23+ and itel P55 5G: দারুণ সুবিধাসহ 5G স্মার্টফোন কেনার স্বপ্নপূরণ হবে মাত্র ১০ হাজারেই! এমন সুযোগ হারাবেন না। বর্তমানে স্মার্টফোনের বাজারে 5G স্মার্টফোনের চাহিদা তুঙ্গে৷ ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন মোবাইল ফোন সংস্থা নানা দামের ৫জি ফোন বাজারে নিয়ে এসেছে৷ আর এবার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সাধপূরণ করতে ১০ হাজার টাকার কমেই লঞ্চ করা হল দুর্দান্ত ফিচারসহ দুটি স্মার্টফোন৷ ভারতীয় স্মার্টফোন বাজারে এখন সদ্য লঞ্চ হওয়া itel S23+ itel P55 5G ফোনদুটিকে নিয়ে ক্রেতাদের যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে৷

ক্রেতাদের কথা মাথায় রেখে এই ফোনদুটির ডিজাইনও করা হয়েছে অনেক নামিদামি ফোনের মতোই৷ itel S23+ ফোনটি দুটি রঙে পাওয়া যাবে, একটি এলিমেন্ট ব্লু এবং অপরটি সিয়ান রঙ৷ এই ফোনটিতে ফুল HD+ রেজোলিউশন যুক্ত বাঁকানো 3D AMOLED স্ক্রীন রয়েছে, যার দৈর্ঘ্য ৬.৭৮ ইঞ্চি৷ ফোনটির স্ক্রীন ডিসপ্লেতে রিফ্রেশ রেট ৬০Hz৷ Android 13 সফটওয়্যারে চলা এই স্মার্টফোনটিতে ৮জিবি RAM এবং ২৫৬ জিবি স্টরেজ রয়েছে৷

এছাড়াও এই ফোনটিকে Unisoc Tiger 616 প্রসেসারের দিয়ে আরও উন্নততর করে তোলা হয়েছে৷ ফটোপ্রেমিদের জন্যও এই ফোন অত্যন্ত খুশির বার্তা নিয়ে এসেছে৷ কারণ এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা৷ এছাড়াও ৫০০০mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনে ১৮W দ্রুত চার্জিং ব্যবস্থাও থাকছে৷

itel P55 5G ফোনটিতে ১০ হাজার টাকার কমে ভারতের বাজারে আসা প্রথম স্মার্টফোন৷ IPS LCD যুক্ত ৯০Hz রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে৷ ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরে চলবে এই ফোনটি৷ এতে ৬ জিবি পর্যন্ত RAM সেট-আপ দেওয়া হয়েছে৷ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে এতে৷ ফটো তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি AI ক্যামেরা, আর এর সেলফি ক্যামেরা থাকবে ৮ মেগাপিক্সেল৷ ৫০০০mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনে ১৮W দ্রুত চার্জিং ব্যবস্থাও থাকছে৷

সব মিলিয়ে এই স্মার্টফোন দুটি ভারতের ক্রেতাদের নিরাশ করবে না বলেই মনে হয়৷ আপনিও যদি নিজের হাতে একটি সুন্দর 5G ফোন দেখতে চান, তাহলে আপনার পছন্দের তালিকায় এই ফোনদুটিকেও রাখতে পারেন৷ আর কেনার আগে অবশ্যই ফিচারগুলি ভালো করে দেখে তবেই কিনবেন৷


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *