Lectrix EV: দুরন্ত রেঞ্জের সঙ্গে লঞ্চ হল Lectrix EV ইলেকট্রিক স্কুটার, ফিচারসে কি কি চমক রয়েছে? রইল ডিটেলস

Spread the love

ভারতের ‘চন্দ্রবিজয়’কে সম্মান জানাতে এবার লিমিটেড এডিশনের স্কুটার লঞ্চ করলো জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Lectrix EV’। সম্প্রতি ‘চন্দ্রযান ৩’ সফলভাবে অবতরণ করেছে চাঁদের বুকে। এরপরই উচ্ছ্বাস শুরু হয়েছে গোটা ভারতবর্ষে। ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো’কে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন সকলে। আর তাদের সাফল্যকেই এবার সম্মান জানাতে লিমিটেড এডিশনের স্কুটার লঞ্চ করেছে এই সংস্থা। যার নামকরণ করা হয়েছে ‘LXS Moonshine’।

এই স্কুটারটি মূলত তাদের বিদ্যমান স্কুটারের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যায়। এই স্কুটারের দাম রাখা হয়েছে ৯৭,৯৯৯ টাকা। আপনাদের জানিয়ে রাখা ভালো এই দুই মডেলের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই, শুধুমাত্র রঙের পার্থক্যই রয়েছে।

নতুন এডিশনে রয়েছে একটি সোনালী প্রতীকের মাঝখানে আকাশের দিকে মুখ করা দুটি তীর অর্থাৎ সেটি ভারতের এই চন্দ্রযাত্রাকে ইঙ্গিত করছে। যদি আমরা স্কুটারের ফিচার দেখি তাহলে আগের মতোই সেখানে ৪৮ ভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ থেকে ৪ ঘন্টা। আর সম্পূর্ণ চার্জে এই স্কুটার ৮৯ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

এতে ব্যবহৃত হয়েছে ১২০০ ওয়াটের শক্তিশালী মোটর। যা এই স্কুটারের সর্বাধিক গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত করতে পারে। যদি আমরা সুরক্ষার দিকটি দেখি তাহলে উভয় চাকাতেই ড্রাম ব্রেক এবং কম্বি ব্রেকিং সিস্টেম রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কের মতোন ফিচার। এক কথায় বলতে গেলে অত্যাধুনিক ফিচার রয়েছে এই স্কুটারটিতে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *