World Costlies Fruit: এটিই বিশ্বের সবথেকে দামি ফল, দাম শুনলে চোখ কপালে উঠবে

Spread the love

চিকিৎসকদের মতে, ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফলে রয়েছে ভিটামিন, খনিজ আয়ন ও জৈব অ্যাসিড যা মানুষের স্বাস্থ্যকে সতেজ রাখতে সাহায্য করে। আমাদের দেশে অনেক রকমের ফল এবং সবজি পাওয়া যায়। এমনকি দেশে এমনও অনেক ফল কিংবা সবজি রয়েছে যার নামও আমাদের অনেকেরই অজানা।

আমরা সকলেই নিজেদের সাধ্যমত ফল এবং সবজি কিনে থাকি। তবে আপনি কি জানেন পৃথিবীর সবথেকে দামি ফল কোনটি? তার মূল্য কত? বিশ্বের সবথেকে মূল্যবান ফলটি সম্পর্কে জানলে আপনার চোখও কপালে উঠবে। বিশ্বের সব থেকে দামি ফল হল ‘ইউবারি মেলন’। বহুমূল্য এই ফলটি পাওয়া যায় জাপানে।

আর প্রতি কেজিতে এই ফলের যা দাম তাতে আপনি অনায়াসেই পছন্দের বাড়ি বানাতে কিংবা চাষবাসও করতে পারবেন। এমনকি প্রতি কেজিতে এই ফলের যা দাম তাতে আপনি সোনা কিনে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করে রাখতে পারেন। কি ভাবছেন? এই ফলটির দাম কত? আসুন তাহলে জেনে নেওয়া যাক।

জাপানের ইউবারি মেলনের মূল্য প্রতি কেজিতে ২০ লক্ষ টাকা। অত্যন্ত ধনসম্পদশালী ব্যক্তিরা ছাড়া এই মহামূল্যবান ফল কেনার সাধ্য সাধারণ মানুষের নেই। এছাড়াও জাপানে এই ফলের ফলন খুবই কম পরিমাণে হয়। এই কারণেই এই ফলটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে বিবেচনা করা হয়। জানা গেছে, ইউবারি মেলনের মূল্য প্রতি কেজিতে ২০ লক্ষ টাকা হলেও, এই ফলের চাহিদাও রয়েছে ব্যাপক হারে।

তবে জাপানে এই ফলটিই একমাত্র ফল নয়, যার দাম প্রতি কেজিতে লক্ষ টাকার উপরে। জাপানে এমন অনেক বহুমূল্য ফল এবং সবজি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে। এমনকি জাপানে এমন অনেক ফল এবং সবজি রয়েছে যেগুলি ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। বিশ্বের বাজারে সেই সমস্ত বহুমূল্য ফল ও সবজির চাহিদা তুঙ্গে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *