Horror Movie: সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলিউডে হারহিম করা এই ৫টি ভৌতিক সিনেমা, না দেখলে মিস করবেন

Spread the love

বাস্তবে ভূতের অস্তিত্ব আছে নাকি ভূত বলে কিছুই নেই এই নিয়ে তর্ক বিতর্ক বহুদিন ধরে চলেই আসছে। কিন্তু ভূতে কেউ বিশ্বাস করুক বা না করুক কিন্তু ভূতের সিনেমা দেখার আগ্রহ নির্বিশেষে সবারই রয়েছে। জানা যায়, টলিউড হলিউড এবং বলিউডের কিছু ভয়ঙ্কর ভূতের সিনেমা রয়েছে যেগুলি নাকি সত্যি সত্যিই কোনো না কোনো বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তাহলে চলুন জেনে নিই কোন কোন সিনেমাগুলি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত।

মহল(Mahal): এই মহল সিনেমাটি বলিউডের ভূতের সিনেমা গুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৪৯ সালে। এই সিনেমাটিতে দেখানো হয় একটি প্রাসাদে গিয়ে একজন ব্যক্তি সামনাসামনি হয় নিজের অতীত জীবনের। ছবিটির অভিনেতা অশোক কুমারের জানা যায় ছবিটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল।

কোশ্চেন মার্ক(question mark): এই সিনেমাটিও একটি সত্য ঘটনা উপর নির্মিত। একদল ছেলেমেয়ের একটি জায়গায় ঘুরতে গিয়ে আর না ফেরার গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। একদল বন্ধু ঘুরতে গিয়ে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়, তাই নিয়েই এই ছবির গল্প।

রাগিনী এমএমএস (Ragini MMS): এই ছবিতে দেখা যায় এক দম্পতিকে একটি বাংলোতে রাত কাটাতে। সেখানে অদ্ভুত কিছু ঘটনা তাদের সাথে ঘটে, সেই অদ্ভুত ঘটনাগুলি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে ছবিতে দেখানো হয়। সিনেমাটি তৈরি হয়েছিল একটি মেয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। মেয়েটি ছিল দিল্লিরই বাসিন্দা।

Morgan House: ভূত চতুর্দশী রাতে গা ছমছমে অভিজ্ঞতা উপভোগ করতে চান? তবে ঘুরে আসুন এই জায়গায়

Sixth Ocean: ছয় নম্বর মহাসাগর কোথায় রয়েছে এবং কিভাবে পাওয়া গেল এর সন্ধান?

ট্রিপ টু ভানগড় (Trip to Bhangarh): ভানগর দুর্গ নিয়ে অনেকরকম মতবাদ প্রচলিত রয়েছে। ভারতের ভুতুড়ে স্থানগুলির মধ্যে অন্যতম হল ভানগড়। বাস্তব জীবনে অনেকেই ভানগড়ে গিয়ে অনেক অলৌকিক ঘটনার সামনাসামনি হয়েছেন। এইসব গল্প নিয়েই বানানো হয়েছিল সিনেমাটি। ২০১৪ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। জানা যায় সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই দুর্গে প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ।


Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *