Okinawa: এক চার্জেই দৌড়াবে ১৬০ কিমি, Ola, Ather-দের বাজার খেতে হাজির এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার, জানুন দাম

Spread the love

এবার বাজারে Okinawa সংস্থা নিয়ে এলো তাদের তৈরি একটি নতুন স্কুটার। বর্তমানে বাজারে বৈদ্যুতিক স্কুটারের রমরমা। অনেক গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের কোম্পানিতে তৈরি করছে বৈদ্যুতিক স্কুটার। তেমনই এবার বাজারে এলো নতুন একটি স্কুটার Okinawa Okhi-90। জানা গিয়েছে, এটি একটি পুরোনো মডেলের আপগ্রেড ভার্সন। এটি একেবারে নতুন প্রযুক্তির সঙ্গে তৈরি করা। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে স্কুটারটি ডেলিভারি করা শুরু হবে। ইতিমধ্যে এটির ১০,০০০ ইউনিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।

স্কুটারটির দাম ১.৮৬ লক্ষ টাকা। এটিতে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি। স্কুটারটি সম্পূর্ণ চার্জে একবার ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটির সঙ্গে রয়েছে মাইক্রো চার্জার। যার সাহায্যে দ্রুত চার্জ হওয়া সম্ভব। স্কুটারটি প্রতি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এছাড়া রয়েছে একাধিক ফিচার্স। একটি ডিজিটাল স্পিডোমিটার, এনকোডার-বেসড মোটর, অ্যান্টি থেফট অ্যালার্ম, জিপিএস নেভিগেশন ও ব্লুটুথ কানেক্টিভিটি।

স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিলিমিটার। স্কুটারে অটো-কাট ফাংশনের সঙ্গে এবং একটি ইলেকট্রনিক অ্যাসিস্টেড ব্রেকিং সিস্টেম থাকবে। ব্লুটুথ কানেক্টিভিটির জন্য আপনার মোবাইলে স্কুটারের সমস্ত আপডেট পেয়ে যাবেন। এছাড়া কিছু ফিচার্স রয়েছে যার সাহায্যে এটি ব্যবহার করা হবে আরও সহজ। এটিতে রয়েছে কিছু ইনটেলিজেন্স ফিচার্স যার সাহায্যে খুব সহজেই ব্যাকওয়ার্ডে এটি সরানো সম্ভব।

এটি কেউ চুরি করতে চাইলে অ্যান্টি থেফট অ্যালার্ম বাজতে শুরু করে। স্কুটারটি আপনি চারটি রঙে পাবেন। লাল, নীল, ধূসর ও সাদা রঙে স্কুটারটি বাজারে পাওয়া যাবে। বৈদ্যুতিক স্কুটারটি রিমোট উপায়ে রিয়্যাল টাইম ব্যাটারি আপডেট এবং স্পিড মনিটর করার জন্য কন্ট্রোল করা যাবে। মাত্র ৪-৫ ঘন্টার মধ্যে স্কুটারটি চার্জ হয়ে যাবে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *