Realme: মাত্র 10 মিনিটেই ফুল চার্জ, আকর্ষণীয় ফিচারসের সাথে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5

Spread the love

এবার মাত্র 10 মিনিটেই চার্জ হয়ে যাবে ফোন। কারণ, রিয়েলমি’র তরফ থেকে এমনই নতুন কিছু ফোন লঞ্চ করা হতে চলেছে। যদিও বর্তমানে সেটি চীনে লঞ্চ করা হবে। তবে বছরের শেষ দিকে বা নতুন বছরে গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন আসতে চলেছে ভারতের বাজারেও।

‘Realme GT Neo 5’ নামক এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে 240 ওয়াটের আল্ট্রা ফাস্ট চার্জিং ফিচার।এই ফাইভ জি ফোনটি মূলত দুটি ব্যাটারী ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। যার একটি মডেলে থাকবে 4850 mAh ব্যাটারী। অন্যদিকে আরেকটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4450 mAh ব্যাটারী সাপোর্ট।

দুটো ফোনেই থাকবে দুটি করে ব্যাটারি সেল। যেগুলো যথাক্রমে 2425 mAh ও 2225 mAh।যে ফোনটিতে 4850 mAh ব্যাটারী রয়েছে সেখানে থাকবে 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অনুমান করা হচ্ছে যেই ফোনে 5000 mAh ব্যাটারী থাকবে সেখানে 240 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।

এই ফোন পুরোপুরি চার্জ হতে সময় লাগবে মাত্র 15 মিনিট। এছাড়া 4500 mAh ব্যাটারী ও 240 ওয়াটের চার্জিং ফিচার থাকলে সম্পূর্ণ চার্জ হতে লাগবে 10 মিনিট।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *