Renault Duster: মাইলেজ-ফিচারসে তুখোড়, নজরকাড়া লুকসে এন্ট্রি নিল Renault Duster, রইল দাম

Spread the love

Renault Duster: বর্তমান সময়ে SUV গাড়ির রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। তাইতো বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি SUV গাড়ি আনার দিকেই বেশি জোর দিয়েছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা একাধিক SUV গাড়ি এনে চমকে দিয়েছে গ্রাহকদের। কারণ, সেগুলি ভীষণ কম মূল্যে উপলব্ধ হয়েছে বাজারে।

তবে সেখানে এমন সব ফিচার রয়েছে যা নজর কাড়ে সকলের। সেরকমই এবার জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Renault’ চলমান প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে পরিকল্পনা করেছে ‘Renault Duster’কে নতুন রূপে লঞ্চ করার। যেখানে দুর্দান্ত ফিচার এবং আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। ফলস্বরূপ এই গাড়ির মাইলেজ থাকবে চোখে পড়ার মতো।

এতে দেওয়া হবে ১.০ লিটারে টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। যা আনুমানিক ২৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেবে। এছাড়া এতে কিছু আধুনিক ফিচার দেওয়া হবে, যেমন এলইডি লাইটিং, অ্যালুমিনিয়াম স্টাইল স্কিড প্লেট ইত্যাদি। তবে এই গাড়িতে সীমিত কিছু আধুনিক ফিচারই দেওয়া হবে বলে জানা গিয়েছে।

দাম: ভারতীয় বাজারে এই আপডেটেড ভার্সনটি লঞ্চ হলে সেটির দাম থাকতে পারে ৮ লক্ষ থেকে ১০.৫ লক্ষের মধ্যে। ফলে গাড়িটি পূর্ববর্তী ভার্সনগুলি থেকে অনেকটাই পকেটসুলভ হতে চলেছে গ্রাহকদের জন্য। এতে গাড়ির চাহিদাও বাড়বে। জানা গিয়েছে, গাড়িটি লঞ্চ হলে সেটি প্রতিযোগিতায় ফেলবে বিদ্যমান ‘Creta’কে। তাইতো এই গাড়ি লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রাহকেরা।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *