Royal Enfield: মাত্র ৫৫ হাজার টাকায় কিনুন Royal Enfield Classic, দেখুন কিভাবে কিনবেন

Spread the love

বর্তমানে ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড এর জনপ্রিয়তা তুঙ্গে। রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক ৩৫০ বাইকটি সবার পছন্দের তালিকায় একদম শীর্ষে অবস্থান করছে। রয়্যাল এনফিল্ড ট্র্যাম্প এবং বাজাজের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সম্প্রতি একাধিক নতুন নতুন বাইক ভারতীয় বাজারে লঞ্চ করে চলেছে। দেশের তরুণদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে ক্লাসিক ৩৫০। এই বাইকটির অত্যাধুনিক ফিচারস ও স্টাইল দুই অতুলনীয়।

বাইকটির এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু আপনি মাত্র ৫৫ হাজার টাকা খরচ করেই এই বুলেটটি বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু কি ভাবে? চলুন জেনে নিই। বর্তমানে একাধিক সেকেন্ড হ্যান্ড বাইকের কোম্পানি সামনে এসেছে। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হল OLX,Droom। এই OLX সাইটে দিল্লি নম্বরে রেজিস্টার করা রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক বাইকটি আছে।

এই বাইকটি একদম নতুন বাইকের মতই। OLX এ এই বাইকটির দাম মাত্র ৫৫ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়াও Droom এ একটি বাইক রয়েছে যার দাম ৬৫ হাজার টাকা। যদি আপনি ক্লাসিক কিনতে আগ্রহী হয়ে থাকেন, তবে অবশ্যই এই বাইক দুটি দেখতে পারেন।

Royal Enfield: 350 CC সেগমেন্টে ভারতীয় বাজার কাঁপাচ্ছে Royal Enfield-এর এই ৩টি বাইক, জেনে নিন দাম ও ফিচারস সম্পর্কে

Gangtok Tour: পর্যটকদের জন্য সুখবর, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যান আরও সহজে!

Flipkart-এ নয়া নিয়ম, এবার থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনতে গেলে দিতে হবে অতিরিক্ত চার্জ

OLD Note: ১০০ টাকার নোটের বদলে রাতারাতি হয়ে যান কোটিপতি! কিভাবে জেনে নিন

এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটিতে রয়েছে DOHC ইঞ্জিন দ্বারা চালিত ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার। এটি ৬১০০ rpm -এ ২০.২ bhp পাওয়ার এবং ৪০০০ rpm-এ ২৭ Nm টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও বাইকটিতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটি বর্তমানে ৯টি রঙে উপলব্ধ রয়েছে।


Spread the love

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *